শোকবার্তা, নগর সংস্করণ, আলোর বর্জ্যে মুদ্রিত সন্ধ্যা, বটগাছ নিরবে বাড়ে
শোকবার্তা
বিষাদের দ্বি-প্রহর; এ জাগতিক পূর্ণ সূর্য
অর্জুনের দীক্ষা ভেঙে পূরণ করেছো ফাঁকি
ভরেছো কলার ভাঁড়ার। ও আরাধ্যজন—
স্বারাধনায় করেছো জয় তপ্ত সিংহাসন
বাতাসের নম্রতা নিয়ে অনুকম্পা মেঘ
পুজোর ভাষ্যে করে গুণকীর্তন—বজ্র-সংলাপে
পরম আনুগত্যে, স্তুতিবাক্যে হাসে স্মিতা
বিষাদ ছড়াও তুমি বিষাদের পিতা….
হেমন্তভোরে রৌদ্রের পায়ে পায়ে ঘাসের ডগায়
মৃত্যুর মতো শোক জমা হয়; প্রতিটি ঘাসের চূড়ায়
জ্বলে ওঠে একটি দুটি অসংখ্য চিতা
বিষাদ ছড়াও তুমি বিষাদের পিতা…..
আরও পড়ুন কবি রিঙকু অনিমিখের কবিতা-
ত্রিমোহনী
অপেক্ষা
নগরসংস্করণ
পোড়া মাংসের ঘ্রাণ জানিয়ে দিচ্ছে
শ্মশানের নিকটতর খবর
শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে
ছড়িয়ে পড়ছে এ সংক্রান্ত গুঞ্জন
তবু কেউই পেছন ফিরে চাইছে না
কেউই দেখছে না যে তামসিক ধোঁয়ার কুণ্ডুলি
কীভাবে উল্কি দিয়ে গিলে খাচ্ছে বাতাসের নিঃশ্বাস
সমুখে, যেদিকে তাদের গতি ও প্রগতিশীলতা
তারও আরো কিছু দূর কেউই ফেরাচ্ছে না চোখ
কেবল একটি বিষয়েই তারা একমত হতে পারছে
শহরময় ছড়িয়ে পড়ছে পোড়া মাংসের ঘ্রাণ
আলোর বর্জ্যে মুদ্রিত সন্ধ্যা
আমরা তো এইখানে বসে থাকি
এই ন্যালাখ্যাপা সূর্যের উদ্ভট ছায়ার নিচে
তুমি থাকো কোথায়? কোন সূর্যালোকে?
তোমাদের বিনাশী চিমনির আলোয়
পুড়ে যাচ্ছে আমাদের সবুজ আকাশ
হিমশীতল চাঁদ খুঁটে নিচ্ছে খুদ ও ক্ষুধা
যেন বা জীবের ভেতর জীব হয়ে থাকা কৃমির নাশকতা,
প্রতিবেশী ছদ্মবেশে ঘিরে আসছে অন্য পৃথিবী
আমরা তো ন্যালাখ্যাপা সূর্যের উদ্ভট ছায়ার নিচে…
এখানে—আলোর বর্জ্যে মুদ্রিত সন্ধ্যা
বটগাছ নীরবে বাড়ে
যত বড় গাছ তত বড় ফল তার হল না পাওয়া
অথচ যত বড় গাছ না তত বড় ফল যত্রতত্র দেখি
দেখি যে ফলের প্রাবল্যে ঢেকে যাচ্ছে গাছের গরিমা।
উচ্চ ফলনশীল নিংড়ানুক্রমে ক্রমবিকাশ দ্রুত প্রাপ্তির নেশায় মত্ত হাইব্রিড মন।
বটফল ক্ষুদ্র ও লাল
এত ছোট্ট একটি ফল
অথচ পাখির বিষ্ঠার মতো তুচ্ছ ও অচ্ছুৎ বস্তু
যা চোখেই পড়ে না
তার ভেতর থেকে উদ্ভূত উদ্ভিন্নক্রমে
বৃহৎ ফলাফল।
আরও পড়ুন কবিতা-
অগ্নিশ্বর
তোমার প্রতীক্ষায়
প্রকৃতিতে হবো লীন
প্রেমের পদ্য
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
শোকবার্তা