শুধু-দীর্ঘ-শ্বাস-ফেলি
কবিতা,  পথিক জামান,  সাহিত্য

শুধু দীর্ঘ শ্বাস ফেলি, আমার ন্যায্য দাবি

শুধু দীর্ঘ শ্বাস ফেলি

পথিক জামান

 

ঘৃণার আগুন দাউদাউ করে জ্বলে –
এখনো তা জ্বলছে আমার
সমস্ত অঙ্গ জুড়ে।
কি ভয়ংকর বৈষম্যের বেড়াজালে
আটকা পড়ে আছে জাতি,
আর এ জাতির মেধাবী সন্তান।
প্রতি পদে পদে মানুষ
অবহেলিত, নির্যাতিত বঞ্চিত
শোষিত অহরহ,
রাজদণ্ডের প্রবল দৌরাত্ম্যে,
শঙ্কিত খেটে খাওয়া সাধারণ মানুষ,
সত্য ভয়ে থরথর কাঁপে-
মাদকের উলঙ্গ থাবা
সমাজের প্রতিটি রন্ধ্রে,
ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে
একটি গর্বিত জাতি
ধুঁকে ধুঁকে মরছে
তোমার আমার চোখের সম্মুখে
উদাস দাঁড়িয়ে দেখি
গর্বিত জাতির
উত্থান পতনের বিচিত্র ইতিহাস –
শুধু দীর্ঘ শ্বাস ফেলি
নীরবে নিঃশব্দে।

আরও পড়ুন কবি পথিক জামানের কবিতা-
মাছ-বিল-পাখি-পদাবলি
আমার গানের পাখি
ভালোবাসি যারে

 

আমার ন্যায্য দাবি

ওগো প্রেম প্রিয়া,
কাঁদে মোর হিয়া,
কোথায় বাঁধিলে ঘর?
বিষম ব্যথায় নীল হয়ে ওঠে বেদনার বালুচর।
হয়তো আসিবে ফিরে,
আমার ছোট্ট নীড়ে,
না হলে জেনো মনের দুঃখে কাঁদিব জীবন ভরে।
হায়রে অবুঝ মন,
খুঁজে মরে সারাক্ষণ,
কোথায় তুমি হারিয়ে গেলে দেখিয়া কাহার ধন।
কোন পথে তুমি চলো,
আমায় একটু বলো,
কোথায় তুমি লুকিয়ে আছ, আমায় করিয়া ছল।
বাজে বেদনার বাঁশি
ঠোঁটে নাই কোন হাসি
শান্তি কোথায়?
পরাণে আমার দুঃখই রাশি রাশি।
কেমন করিয়া থাকো?
কোথায় স্বপন আঁকো?
দেখা দাও তুমি আবার আসিয়া অনুরোধটুকু রাখ।
না হয় ত্যাজিব প্রাণ
শুনিতে চাই না গান
তুমি কি সোনা আমার উপর করিয়াছ অভিমান?
কতই প্রশ্ন করি,
উত্তর খুঁজে মরি,
কোথাও তোমার সন্ধান নাই পথে পথে তাই ঘুরি।
নাই কোন উদ্দেশ,
সুখেই আছ বেশ,
ঠিকানাটুকু গোপন করিয়া হইছো নিরুদ্দেশ।
বন্ধু! তুমি সত্যি আমার বন্ধ ঘরের চাবি
মরবো তবু ছাড়বো না আমি, আমার ন্যায্য দাবি।

আরও পড়ুন কবিতা-
সময়ের দাবি
বসন্ত কোকিল
স্মৃতি ছায়া

 

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

শুধু দীর্ঘ শ্বাস ফেলি

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!