শিরোনামহীন সম্পর্ক, মনের বীজতলা
শিরোনামহীন সম্পর্ক
কিছু সম্পর্ক আজীবন শিরোনামহীন থেকে যায়
দীর্ঘশ্বাসে পোড়ে ঘরহীন ঘরের আঙিনা;
যাপিত জীবনের আয়নায় মুখ দেখে ইদানীং নিজেকে বড্ড অচেনা মনে হয়।
বন্ধপ্রায় মনের দরজা খুলে তৃষ্ণার্ত দুপুরে যুবতি জলের ঘ্রাণ হৃদয়ঙ্গম করি,
জলকেলি জলে পা ভিজিয়ে স্বপ্ন বোনার স্বপ্ন দেখি।
জলসিঁড়ি ভেঙে তুমিতো পারো সমুদ্র অবগাহনে মেতে উঠতে,
আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
অপরিণামদর্শী প্রেম সীমাহীন সীমানায় বেপরোয়া ছুটে চলে
শিরোনামহীন মুহূর্তগুলো
সম্পর্কের বাইরে সম্পর্কে জড়িয়ে পড়ে,
যেনো হৃদয়ের কতো কাছে বসবাস।
চোখ বন্ধ করে চলে যাই আদিম পথে
মনে হয় তুমি আমি ওখানেও পথ হেঁটেছি যুগপৎ।
মৃত্যুর পথ ধরে হেঁটে হেঁটে
কান্নার ধ্বনি শুনে শিউরে উঠি
এ কান্না যে আমার পূর্ব পুরুষের প্রেম-বিচ্ছেদের,অপ্রাপ্তির,বেদনার।
সময়ের হাতে হাত রেখে
আমরা কি পারি না বেদনার সব রঙ মুছে দিতে?
আরও পড়ুন ফজলুল হকের কবিতা-
ফাগুণ শ্রাবণ
নির্জলা উপবাস
আত্মবিরহ
দাঁড়িয়ে আছি ভুল দরজায়
মনের বীজতলা
নবান্নের ভোর
হেমন্তের শিশিরে ভেজা মেঠোপথ
বকুলতলার বেঞ্চে বসে নিরুদ্দেশ সখীর খোঁজে
ভোর ছোঁয়া নরম রোদের মিষ্টি আঁচে
বৃথাই কেটেছে অজস্র ঘুমভাঙা সকাল।
কবেকার কতোটুকু মিষ্টি হাসি
তারই বাসি গন্ধ শুঁকে
আজও কি মিটে সেই পিপাসা?
ইট চাপা ঘাসের মতো
হলুদ ফ্যাকাসে হয়েছে মনের সবুজ উঠোন,
সূর্যাস্তের লাল পালকের সাথে
হারিয়ে গেছে সেই কবে শরতের গাঢ় নীল আকাশ!
শীতের রিক্ততায় ঝরাপাতার শব্দে বিমূর্ত মন
ফাগুনের আহ্বানে
হৃদয়ের কানে বাজে নূপুরের প্রমিত ধ্বনি
আবার উড়ছে ভালোবাসার ডানা।
আমার কবিতায়–
ভালোবাসার ভ্রূণ
গ্রীষ্মের তাপদাহ
বর্ষার বারিধারা
চিত্তের শূন্যতা।
মনের বীজতলায় আজও অপেক্ষায়
অজস্র মনরাঙা গোলাপ কুঁড়ি
একটি বসন্তের জন্যে।
আরও পড়ুন কবিতা-
তিতাস নদীর পাড়ে
কবি ও কবিতা
বাংলার কৃষক
স্বর্গসুখ
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
শিরোনামহীন সম্পর্ক