শব্দহীন-যাত্রা
কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

শব্দহীন যাত্রা, হৃদয়ের জোছনা, বিষ

শব্দহীন যাত্রা

জাহাঙ্গীর পানু

 

একটা ক্ষণ চাই, শুভক্ষণ।
যদিও আমি ক্ষণজন্মা মানুষ নই।
তবুও আমি বারবার খুঁজে ফিরি আপন পথ।

আমি জোস্নার একরাশ নীলাভ আলোয়;
নিজেকে খুঁজে ফিরি।
আমি আমাবস্যার তিমির অন্ধকারেও দেখি নিজের স্বত্ত্বা।

পথহারা পথিক আমি,
আমি বরষায় বাদল মুখর রজনীতে মিলাতে চাই;

আমার গানের রাগিনী।

কিন্তু,

আমার আজন্ম লালিত অধরা স্বপ্ন ;
স্বপ্নই রয়ে গেল।

 

হৃদয়ের জোছনা

যখন –
কবিতার খাতা খুলি
উষ্ণ আবেশে ভরে যায় মন
বিষাদের পথ ভুলি।

তারপর-
তৃতীয়া তিথীর আবছায়াতে
থমকে যায় উচ্ছল পৃথিবী,

তখন-
হৃদয়ের জোছনার মলিন আলোয়
নিঃশব্দে পথ চলি।

 

বিষ

জোছনা মাখা গভীর রাতে
শূন্য চোখে আপন মনে
ভালবাসার খেয়া তরী
একলা বহি নিরবধি।

তুমি আমি ছিলাম মোরা
এক তরীতে বাঁধন হারা
স্বপ্ন টানে সেদিন যবে
তোমার আমার দেখা হবে।

আজকে তবে সুর্যস্নানে
বৃথা চাহি তোমার পানে
গহীন ব্যথা বুকে নিয়ে
নীল কষ্টের বিষ পিয়ে।

আরও পড়ুন অন্যান্য কবির কবিতা-
অগ্নিশ্বর
হেমন্তের বিকেল
অনন্ত
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

 

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!