শব্দহীন যাত্রা, হৃদয়ের জোছনা, বিষ
শব্দহীন যাত্রা
একটা ক্ষণ চাই, শুভক্ষণ।
যদিও আমি ক্ষণজন্মা মানুষ নই।
তবুও আমি বারবার খুঁজে ফিরি আপন পথ।
আমি জোস্নার একরাশ নীলাভ আলোয়;
নিজেকে খুঁজে ফিরি।
আমি আমাবস্যার তিমির অন্ধকারেও দেখি নিজের স্বত্ত্বা।
পথহারা পথিক আমি,
আমি বরষায় বাদল মুখর রজনীতে মিলাতে চাই;
আমার গানের রাগিনী।
কিন্তু,
আমার আজন্ম লালিত অধরা স্বপ্ন ;
স্বপ্নই রয়ে গেল।
হৃদয়ের জোছনা
যখন –
কবিতার খাতা খুলি
উষ্ণ আবেশে ভরে যায় মন
বিষাদের পথ ভুলি।
তারপর-
তৃতীয়া তিথীর আবছায়াতে
থমকে যায় উচ্ছল পৃথিবী,
তখন-
হৃদয়ের জোছনার মলিন আলোয়
নিঃশব্দে পথ চলি।
বিষ
জোছনা মাখা গভীর রাতে
শূন্য চোখে আপন মনে
ভালবাসার খেয়া তরী
একলা বহি নিরবধি।
তুমি আমি ছিলাম মোরা
এক তরীতে বাঁধন হারা
স্বপ্ন টানে সেদিন যবে
তোমার আমার দেখা হবে।
আজকে তবে সুর্যস্নানে
বৃথা চাহি তোমার পানে
গহীন ব্যথা বুকে নিয়ে
নীল কষ্টের বিষ পিয়ে।
আরও পড়ুন অন্যান্য কবির কবিতা-
অগ্নিশ্বর
হেমন্তের বিকেল
অনন্ত
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
Facebook Comments Box