লীলাচোখ
আদ্যনাথ ঘোষ,  কবিতা,  সাহিত্য

লীলাচোখ, তুমি নেই, ঢেউতলে

লীলাচোখ

আদ্যনাথ ঘোষ

পাখিভোর আজ লীলাচোখে কুমারীত্ব হারায়।
লীলাচোখ দুষ্টুমি জানে, পার ভাঙে, গড়ে পার-
জলে জলে জ্বলে উঠে স্রোতস্বিনী নদী।
জোছনামুখর গ্রহণে গ্রহণ লাগা
কাঁঠালি ভরণথোর, রোদেতে প্লাবন;
রোদেতে রোদপোড়া ত্রিবেণী
মাতঙ্গিনী সোহাগকলস।
তবু তার ভাঙন-গড়ন হয়ে উঠে উৎসব;
সৃষ্টিপাগল-জলচোখ-
ক্ষরণের দহনজ্বালা জোয়ারের পুণ্যতোয়া নদী।

এ কেমন জ্বালায় জ্বলে ওঠো, ওগো মেয়ে
দহনে দাহনে পুড়ে সুখ পাও, লীলাচোখ পাড়ায়-
উল্লাসে মাতাল চোখ, উৎসব ভোর।

সবুজ উৎসব মাতে, নদীর এধার ওধার
জলেতে জল চায়; বিনিময়ে হয়ে উঠে উর্বরা জমিন।
লীলাচোখ জমিন দেখে; নতুনের সৃষ্টিসুখে,
স্বপনের সূর্যসকাল।

এ কেমন গান গেয়ে ওঠো, ওগো মেয়ে
তোমার সর্বনাশা জলের নেশায়
সবুজে ভরে উঠে উর্বরা পৃথিবীর নতুন সকাল,
নতুন সূর্যকুঁড়ি।
ওগো মেয়ে তুমি কী জানো!
তোমার জলের উৎসব হারালে
আমার বুকের জমিন হয়ে যাবে
শ্মশানের চুলা।

আরও পড়ুন কবি আদ্যনাথ ঘোষের কবিতা-
কবিতার জমিনে
নৌকোজীবন
স্মৃতিছায়া

 

তুমি নেই

তুমি নেই-
অথচ তোমার পাশে ছায়াগুলো জলসা করে।
ঘোমটার পিছনে উঁকি মারে আরেক জীবন।
আহত ছায়া কাঁচা যৌবনের মতো
দিয়ে যায় আষাঢ় কিংবা শ্রাবণের
যন্ত্রণার ন্যুজ আবরণ।

এই বর্ষা, এই অন্ধকার-
আলোর দিকে হাত বাড়ালেই
রাতজাগা ঘুমহীন পাখি হয়ে যায়
কালোজিরার কালোর ভণ্ডামি জুড়ে।

বৃষ্টির স্কুল, কবেই তো বন্ধ হয়ে গেছে!
এখন তার বইয়ের পৃষ্ঠায় ফোটা ফুলে গন্ধ ছড়ায়-
অন্ধকার গলি হাত বাড়ালেই-
উঁকি মারে
মাংসের গন্ধে, লিপস্টিকে, স্নো-পাউডারে।

আর ভালোবাসার বাসা,
চিল হয়ে অনেক আগেই উড়ে গেছে দূরে!
সুরে ভেজা পঙক্তির রং মাখা লেখার
ঠাঁই হয় রক্তজবার আরোগ্যালয়ে।

তবু শুধু লিখে যেতে চাই-
করোনার জীবনকে নিঃশেষ করে
আমি ফুল হয়ে গন্ধ বিলাব
তোমার অন্ধকার গলির রংমহলের চুলের খোঁপায়।

 

ঢেউতলে

আমার দহন রাত
তোমাকে দিলাম তোলে জলচোখ তৃষ্ণায়।
শূন্যের উপর বাঁধা এই মোহ রাত
গেরুয়া মাটির সিঁথি এঁকে
নির্মোহে বিষফণা তোলে স্বেচ্ছায় আড়ালে-
নোনাজলে, নৈনিতালে।

ঘুমন্ত বলয় থেকে দুঃখের নদীতে
চুমু রেখে
অর্ধেক আঁধার কণ্ঠে ধরে
অনিবার্য ছুটে চলে
সর্বনাশের বিষজল ভুণে।

গোখরার ফণা তুলে
জরায়ুর আস্তরণ ঘেঁষে
অসুস্থ আফিমজলে স্নান সেরে
কী যে এক আঁকাবাঁকা বিষণ্ণ পথের ধারে
শ্রাবণের ঢেউয়ে ঢেউয়ে
ডানা ঝাপটিয়েই বেঁচে আছি-
অন্তরে বিষের জ্বালা সয়ে যাব বলে।

আরও পড়ুন কবিতা-   
 ভালোবাসার চিঠি
মে দিবসের গান
ঈদুল ফিতর

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও  ইউটিউব চ্যানেলে

লীলাচোখ

Facebook Comments Box

কবি ও প্রাবন্ধিক আদ্যনাথ ঘোষের স্কুল জীবন থেকেই লেখালেখির হাতেখড়ি। তিনি প্রতিনিয়ত কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখে চলেছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: আলোর রেখা, লাল নীল শাড়ির আঁচল, হৃদয়ে উতল হাওয়া, জন্মভূমি তুমি মাগো, আমি তোমাদেরই একজন, উত্তরের জানালা, ভোরের পাখি, স্বপ্নবালিকা, বিধিলিপি মন, একমুঠো স্বপ্নের রোদ্দুর, তৃষ্ণার পৃথিবী ছুঁয়ে, দূর জংলার গান। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের  অন্তর্গত  পদ্মার তীরবর্তী নিসর্গ সৌন্দর্যশোভিত গ্রাম হেমরাজপুরে ১৯৭৩ খিষ্টাব্দের ২রা জানুয়ারি জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি শিক্ষক হিসেবে পাবনা জেলা স্কুলে কর্মরত আছেন।

error: Content is protected !!