রবি-কবির-জন্ম-দিনে-শুভেচ্ছা
কবিতা,  তাহমিনা খাতুন,  সাহিত্য

রবি কবির জন্মদিনে শুভেচ্ছা

রবি কবির জন্মদিনে শুভেচ্ছা

তাহমিনা খাতুন 

পঁচিশ বৈশাখ বিশ্বে হলো এক নতুন সূর্যোদয়
সে রবির আলোয় উদ্ভাসিত সকল লোকালয়।

জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি আলোকোজ্জল হলো
সে আলোয় বুঝি জগৎ খানি হলো ঝলমলো।

দিনে দিনে বাড়ল আলো, রঙিন হলো ধরনী
নতুন মাঝি কলম বৈঠায়, বাইলো ভাবের তরণী।

গল্প, কবিতা, নাটক, নভেল কিছুই রয়নি পিছে
রবির হাতের  যাদুর ছোঁয়ায়, মুগ্ধতা ছড়িয়েছে।

কত কাব্য হলো লেখা নাই তো কোনো সীমা
বিশ্ব পদক, যশ আর খ্যাতি রবির ঝুলিতে জমা।

গান কবিতা পেল প্রাণ রবির হাতের ছোঁয়ায়
রবির গানের সুরের যাদু,  ছড়াল বিশ্বময়।

রবির গানেই  আশ্রয় নিই, হলে উদাসীন
গান শেষ  হলেও  মনে বাজে নানা ছন্দের বীণ।

তাহার গল্প মিশে যায়  সদা, জীবনের প্রাত্যহিকতায়
আপন ভুবনের ছবি দেখি , অবাক বাস্তবতায়।

যার কবিতায় বাঙালি করে দেশের বন্দনা
তার সাথে তো না পাই খুঁজে, কোনো তুলনা।

তার গানেতেই  উৎসব শুরু  বর্ষ বরণের
তার গানই ভরসা সকল, পালা পার্বণের।

বাংলা মায়ের রূপ এঁকেছে, কত অপরূপ ছন্দে
মুগ্ধ হয়ে ভাবি শুধু, মন ভরে যায় আনন্দে।

বাংলা ভাষার আলো জ্বেলে, ভরালো দিক দিগন্ত,
তার আলোতে উদ্ভাসিত ধরনীর সকল প্রান্ত।

তাহার গড়া অবাক করা, শান্তি নিকেতন,
জগতের  এক বিস্ময় তা, অমূল্য রতন।

ধ্যান মৌন সাধু যেন, সেই  রবি কবি
গল্প, গানে এঁকে গেছে জীবনের প্রতিচ্ছবি।

তার গানেতে সান্ত্বনা খুঁজি সীমাহীন বেদনায়
তাহার গানে প্রার্থনা শুরু অনেক ধর্মশালায়।

তাহার গান ঝংকার তোলে নৃত্যের মুদ্রায়
নাচের ছন্দে দুলে ওঠে, সকল হৃদয়।

রবির গানের  সুর নিয়ে যায়,  সুদূর অজানায়
আপনারে সবে হারায় যেন, ভাবের বিহ্বলতায়।

রবির গানই দেশ সংগীত ভারত বাংলার
তাহার গানের প্রেরণায় জ্বলে, আলোক স্বাধীনতার।

রবির দানে বাঙালির জয়, সারা বিশ্বময়
বাংলা ভাষা থাকলে বেঁচে, তারই হবে জয়।

আলো দিয়ে ভরিয়ে ভুবন গেছে অস্তাচলে
‘রবি’ নামটি সার্থক হলো কতই অবহেলে।

জন্মদিনটি আজকে তোমার ওগো বিশ্বকবি
তোমার  আলোয় এঁকে যাব, নতুন দিনের ছবি।

বাংলা ভাষায় তুমি আজও সকল ভরসা
তোমার দানেই মিটবে মোদের সকল প্রত্যাশা।

জেনেভা, সুইজারল্যান্ড
২৫শে বৈশাখ, ১৪৩১

আরও পড়ুন কবিতা-   
 কিশোর কবি
অগ্নিঝরা বৈশাখ
তোমাকে পাইনি বলে

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও  ইউটিউব চ্যানেলে

রবি কবির জন্মদিনে শুভেচ্ছা

Facebook Comments Box

তাহমিনা খাতুন একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব। তিনি ছড়া, কবিতা, গল্প, ভ্রমণকাহিনি এবং নারীর অধিকার নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখে থাকেন। পেশায় তিনি একজন আইনজীবী। তার পেশাগত জীবনে তিনি নারীদের আইনি সহায়তা প্রদান এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতেন। তাহমিনা খাতুন ১৯৫৭ খ্রিষ্টাব্দের ১লা মার্চ পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত আহম্মদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কাটে এই গ্রামেই।

error: Content is protected !!