রক্তে-স্বাধীনতার-নেশা
কবিতা,  মোহাম্মদ সেলিমুজ্জামান,  সাহিত্য

রক্তে স্বাধীনতার নেশা, শহিদের রক্ত

রক্তে স্বাধীনতার নেশা

মোহাম্মদ সেলিমুজ্জামান

 

ভোরের আলো না ফুটতেই
ঠা… ঠা… শব্দে কেঁপে উঠে গ্রাম-জনপথ
চারিদিকে বারুদের গন্ধ, নারী শিশুর চিৎকারে
আকাশ বাতাস ভারী হচ্ছে,
মৃত্যু যন্ত্রণায় কাতরাছে হাজারও মানুষ
মাঠ-ঘাট, মেঠোপথ ভেসে যাচ্ছে রক্তে
ধানক্ষেত, পাটক্ষেত, নদী তীর, বাজার মোড় লাশের স্তুপ
দাউ দাউ আগুনে পুড়ছে বাড়িঘর, দোকানপাট গ্রাম-জনপথ
অগণিত বৃদ্ধ, নর-নারী, শিশু-কিশোর, যুবক-যুবতী  দৌড়াচ্ছে দীর্ঘশ্বাসে,
মুখে একই শব্দ মিলিটারি আসছে…মিলিটারি আসছে…
পিছনে ছুটছে, জলপাই রঙের ট্যাঙ্ক, অস্ত্র তাক করা জীপ
সবার কণ্ঠে গগণ বিদারি কান্না বাঁচাও…বাঁচাও…
কিশোরী,  যুবতী, গৃহবধূ  হায়নার থাবায় রক্তাক্ত
ছিন্ন দেহ, অরু বেয়ে রক্তের স্রোত
গুলিতে এফোঁড়-ওফোঁড় হওয়া বৃদ্ধের পেটের নাড়ী ঝুলছে,
তারপরও বাঁচার আকুতি
যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ
সেনাদের জীপের সামনে মুক্তিযোদ্ধা মহিরদের গর্জন,
“জয়… বাংলা…”
মরবে, তবু পিছু হটতে জানে না
বাংলা মায়ের দামাল ছেলেরা
“রক্তে তাদের স্বাধীনতার নেশা।”

আরও পড়ুন মো. সেলিমুজ্জামানের কবিতা-
বেআবরু মন
বঙ্গমাতা

 

শহিদের রক্ত

শত শহিদের রক্তে রাঙা
আমার বাংলাদেশ
জিবন-মরণ যুদ্ধ করে
এনেছে স্বদেশ
মুক্তিযোদ্ধা করছে লড়াই
জীবন রেখে বাজি
আমার ভাইয়ের রক্তের ঋণ
শুধিব যে আজই।

আরও পড়ুন কবিতা-
এসেছি স্বাধীনতা সাথে করে
তিলোত্তমা বাংলাদেশ
স্বাধীনতা দিবস

 

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

রক্তে স্বাধীনতার নেশা

Facebook Comments Box

মোহাম্মদ সেলিমুজ্জামান কবি, কথাশিল্পী ও গবেষক হিসেবে সমধিক পরিচিত। প্রকাশিত উপন্যাস: চেয়ারম্যান হবো, ভোরের কুহেলিকা; কাব্যগ্রন্থ: নষ্ট ভালোবাসা, গল্পগ্রন্থ: সিডরের সেই রাত এবং তারপর..; ভ্রমণকাহিনী: নোবেলের দেশে শান্তির দেশে; গবেষণা গ্রন্থ: বাংলা সাহিত্য ও বঙ্গবন্ধু। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত সাতবাড়িয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামের সন্তান। সম্ভান্ত মুসলিম প্রামাণিক পরিবারে ১৯৬৯ সালের ১ জানুয়ারিতে তাঁর জন্ম।

error: Content is protected !!