মনে করি ভুলে যাব
মনে করি ভুলে যাব
সেই কবে হতে মনে করি
ভুলে যাব তোমাকে
কিন্তু কখনোই তা হয়ে ওঠেনি।
যতবার চেষ্টা করেছি
পরাজিত হয়েছি ততবারই।
জানি না তোমার কোন শক্তি
কাজ করে ভিতরে আমার।
ওই যে রক্তিম মুখ
ঘন কালো কেশ
আর ডাগর ডাগর দু’টি চোখ
সবই তো অতি প্রিয় আমার।
তারপর কোনো এক পড়ন্ত বিকেলের কথা,
বাঁধা ঘাটে বসে
জলে রেখে পা
সে ছিল অসম্ভব এক মুহূর্ত,
ভুলিনি তা।
তারপর জলে নেমে স্নান,
কিছু সময়ের জন্য
ভুলে গেলে সব-
যৌবনের উন্মত্ততায়।
ভেসে গেল লৌকিকতা,
অবশ্য তা স্বল্প সময়ের জন্য।
ভেজা শরীরে সাদা কাপড় জড়িয়ে ছিল
অপূর্ব এক লোভনীয় মমতায়।
মনের মধ্যে খেলে গেল
এক অদ্ভূত ভাবের আবেশ।
তারপর সব শেষ,
এক দৌড়ে বাড়ির ভিতর
ঠাঁই নিলে তুমি।
আমি ফাঁকে বসে বুনেছিলোম
অসম্ভব কল্পনার রঙিন পাহাড়।
মনের মনি কোঠায় এখনো
রক্তক্ষরণ হয় প্রতিটি মুহূর্তে,
বহুকাল আগের মতই।
ভুলিনি আমি
সেই সোনালি স্বপ্নের দিনগুলোর কথা।
হঠাৎ অবান্তর প্রশ্ন,
অথবা ঐ জাতীয় আরো কিছু,
অবশ্য তা লঙ্ঘন করেনি
শালীনতার সীমাকে।
চঞ্চলা হরিণীর গতি ছিল তোমার
উঠন্ত যৌবনের শুরুতেই।
প্রাণ চাঞ্চল্যতা ছিল তোমার
সেদিনের চাল-চলনে।
এখনো তুমি আগের মতোই
অপূর্ব সুন্দরী এক নারী মূর্তি,
যাকে কখনোই ভোলা হয়নি আমার।
তারপরে কী হবে জানি না,
সে তো অনাগত ভবিষ্যৎ।
পরের কথা কী করে বলি?
পরের কথা না হয়
পরেই বলা যাবে।
আরও পড়ুন কবিতা-
দাঁড়িয়ে আছি ভুল দরজায়
বিরঞ্জনা
বেদনার দান
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে
মনে করি ভুলে যাব