ভাষা-শহিদ-স্মরণে
কবিতা,  ফকির শরিফুল হক,  সাহিত্য

ভাষা শহিদ স্মরণে

ভাষা শহিদ স্মরণে

ফকির শরিফুল হক

 

১৯৫২, ২১ শে ফেব্রুয়ারি আমার অহংকার
বিবেক চেতনা বোধে বাংলা ভাষা সমৃদ্ধ অলংকার
সেদিন ফাগুন আগুনে ভাষা সৈনিকেরা ছিলো ত্যাগি দুরন্ত দূর্বার,
অ আ ই ক মা মাটি বর্ণ বাংলায় সদা সর্বর।

মোহাম্মদ আলী জিন্নাহর অযাচিত ঘোষণা
বাংলায় উর্দু-ই হবে রাষ্ট্র ভাষা, ছিলো মিছে সে তামাশা
মূহুর্তেই বজ্র প্রতিবাদ না না, হবে না এমন আশা
এ বাংলায় হবে না উর্দুর বাদ্য বয়ান, হবে হবেই বাংলার জয়গান।

সমস্বর কন্ঠে ছাত্র জনতা ফুলে ফেঁপে আর্তচিৎকারে ধ্বনিত হয়,
বাংলার বুকে বাস মোরা বাংলায় রই
মা মাটিতে হাসি বাংলা স্বত্ত্বায় ভাসি
বাংলাকেই ভালোবাসি।

তাজা সে সব প্রাণে এক শ্লোগানে
রাষ্ট্র ভাষা বাংলা চাই! রাষ্ট্র ভাষা বাংলা চাই!

উর্দু পুলিশের গুলিতে বুক বিদীর্ণ হয় আমার ভাইয়ের
রক্ত শ্রোতে ভেসে যায় ঢাকা মেডিকেলের সম্মুখ রাজপথ
তাজা প্রাণের রক্তাক্ত জনপদে লালে অংকিত হয় ২১
রফিক সালামদের আত্বহুতিতে লাল হয় উর্বর ভূমি।

আমরণ স্বত্বায় অনুভবে শ্রদ্ধায় ভাষা শহিদ আত্বায়
বাংলার শুদ্ধতা ছড়িয়ে বুকে দেশ বাংলা জড়িয়ে,
আজ বিশুদ্ধ শ্বাসে, বাক বোধে বাংলা ভালোবেসে
বাংলা বুলি ধূলির সম্মান রক্ষে আজি গর্বে বক্ষে।

আজি রাজা মহারাজ অবনত শ্রদ্ধায় বাংলা ভাষায়
বাংলা ভাষা আজ স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা রুপে
রক্ত লালে অর্জিত ২১ শে ফেব্রুয়ারিতে সহসা হারাই
এ ভাষা বর্ণ শব্দের গীত গাই বাংলাকে পাই।

বাংলা কৃতঋণী ভাষা সৈনিকের প্রাণ নিঃশেষ
ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তোমরাই বাংলা, তোমরাই বাংলাদেশ
শহিদ বুকের রক্ত লালের শিমুল পলাশ তোমাদের চরণে
প্রভাতফেরি শহিদ মিনারে শ্রদ্ধাভরে তোমাদের স্মরণে।

আরও পড়ুন কবিতা-
আমার ভাষা
বাংলা ভাষার দুর্দশা
স্মৃতিতে অম্লন
একুশ মানেই স্বাধীনতা

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে
ভাষা শহিদ স্মরণে
Facebook Comments Box

ফকির শরীফুল হক মূলত কবিতা লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: সত্যের ভোর তিনি ১৯৮২ সালের ১৬ নভেম্বর, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত দুলাই ইউনিয়নের চরদুলাই গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস একই উপজেলার হাটখালী ইউনিয়নের হাকিমপুর গ্রাম।

error: Content is protected !!