ভালো-থাকিস-মা
কবিতা,  মো: হাতেম আলী,  সাহিত্য

ভালো থাকিস মা, ডিজিটাল শিক্ষা, কাগজের ফুল

ভালো থাকিস মা

মো. হাতেম আলী

 

ভালো থাকিস মা রে তুই, ভালো থাকিস মা
তোর অবর্তমানে কিছুই ভালো লাগে না
ভালো থাকিস মা উপরে-
ভালো থাকিস মা…

তোর উদরে দশ মাস দশ দিন করছিলি ধারণ
কত কী যে খাওয়া মা তোর ছিল রে বারণ।
মাগো আমায় ভালো রাখবি বলে-
নিজের কথা ভাবলি না…।

জন্মের পরে পিতৃহারা হলাম মা যখন
আদরে সোহাগে আমায় করিলি যতন।
পিতার অভাব কোন দিনই-
বুঝতে দিসনি মা …।

দু’বছর হল তুই ছেড়েছিস ভুবন
বুঝেছি মা তুই বিনে মোর কেউ নয় আপন।
এখন তোর কথা মনে হলে-
ঘরে রইতে পারি না…।

আরও পড়ুন মো: হাতেম আলীর কবিতা-
অচিন পাখি
শহুরে ছোঁয়া
শূন্যতা

 

ডিজিটাল শিক্ষা

ছেলে আমার পরীক্ষার্থী বলছে বাবা-মায়
অনলাইনেই সারাবছর কেটেছে সময় ;
লাইভে সে প্রচার করে
পরীক্ষা দেয় স্ব-শরীরে !
A+তার হাতের মুঠোয় ঠেকায় কোন ব্যাটায়
ফেল করলে স্যার খবর আছে চিনেন তো আমায়…!

লাইভ দেখে সোনার ছেলের হাসে বাবা মায়
ধন্য ব্যাটা ধন্য আমরা ! ধন্য বাপ-দাদায় ;
তোরাই দেশের আশার আলো
ঘুচিয়ে দিবি আধার কালো-
তোদের দেখেই শিখবে জাতি ডিজিটাল কার কয়
গর্ব মোদের তোরাই একদিন করবি বিশ্ব জয়…!

 

কাগজের ফুল

গিয়েছিনু দ্বারে তার বসন্ত বেলা’তে
বকুলের গাঁথামালা দেবো বলে তায়।
গেঁথেছিনু মালাখানি প্রেমোমাখা হাতে
আদরে সোহাগে সখি পরাবো গলায়।
ঝিকিমিকি শিশিরের ক্ষণিক দেখা’তে
বৈরাগ্য এ মনোপ্রাণ তারই ছোঁয়ায়।
জনম জনম সখি থেকে অপেক্ষায়
মিটিল না প্রেমো-স্বাদ অশ্রু আঁখিপাতে।

কামনা বাসনা যতো দিয়ে নির্বাসন
একাকী জীবন আজি বিষণ্ণ বদন।
কাগজের ফুল ভেবে নাহি দিলে মান
অধরা প্রেমের গল্প স্মৃতিতে অম্লান।
জীবনের শেষবেলা ডাকি কায়মনে
এসো গো হে প্রাণনাথ অন্তিম স্বয়নে।

আরও পড়ুন কবিতা-
বিষণ্ন বাসন্তী বাংলা
তিতাস নদীর পাড়ে
বাংলার কৃষক
আকাশে ডানা মেলে
দাঁড়িয়ে আছি ভুল দরজায়

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

Facebook Comments Box

মো. হাতেম আলী ছাত্র জীবন থেকেই কবিতা, গান ও প্রবন্ধ লিখছেন। প্রকাশিতব্য কাব্যগ্রন্থ: আলো ছায়া। তিনি ১৯৭২ সালের ১০ মে, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত মানিকহাট ইউনিয়নের বিলক্ষেতুপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!