ভালোবাসি তোমায়, অনুভবে, একলা দাঁড়িয়ে আমি
ভালোবাসি তোমায়
এখনো ভালোবাসি তোমায়
ঠিক আগের মতো,
কতো যে বেসেছি ভালো অব্যক্ত ভালোলাগায়
বুনেছি কামিনীর মালা দেহাত্মপ্রত্যয়ে।
এখনো হৃদয়ে শুনি
তোমার ভালোবাসার স্পন্দন,
এখনো বৃষ্টিভেজা জোছনা রাতে
শিহরণে সিক্ত হয় এ মন।
বনবীথির শীতল ছায়ায়
হাতে রাখা হাত সান্ধ্যক্ষণে
হৃদয়ের না বলা কথা ঝরেছিলো
পুলকের অশ্রুধারায়।
এখনো ভালোবাসি তোমায়
গন্ধে বিভোর হাসনাহেনার মতো
নির্জনতার একান্ত ক্ষণে
মন হারানোর মতো।
এখনো ভালোবাসি তোমায়
অবিরত, অবিচল-
ঠিক আগের মতো।
আরও পড়ুন পূর্ণিমা হকের কবিতা-
অষ্টাদশী মন
অথচ মানুষ
সম্পর্ক
অনুভবে
শ্রাবণের বৃষ্টিধারায় ভিজবো বলে
শাল মহুয়ার বনে হেঁটেছি কতো,
কচি কচি পাতার ফাঁকে
থোকা থোকা ফুলের গুচ্ছে
দুজনে হারিয়েছি পথ, কতোবার!
বিলের জলে পদ্ম তুলেছি
ডুবিয়েছি পা দূর্বা লতায়,
উইয়ের ঢিবির মতো স্বপ্ন গড়েছি
ভেঙ্গে গেছে বারবার।
আজও মহুয়ার ফুল ফোটে
বৃষ্টিস্নানে সবুজ পত্ররা
উজ্জীবিত হয় ভরা যৌবনে,
শুধু তোমার শূন্যতা
তাড়া করে আজও
অনুভবে অবচেতনে
মনের অজান্তে।
একলা দাঁড়িয়ে আমি
বর্ষার অথৈ জলে
একলা দাঁড়িয়ে আমি
আমার ঠিকানায়।
আকাশকে কাছে পাবার
অদম্য স্পৃহায়,
একমুঠো নীলকে ছোঁয়ার আশায়
আঁধারে বিকিয়েছি সর্বস্ব।
মেঘের পাঁজরে বজ্রাঘাতে
হোঁচট খেয়েছে জীবন নাটাই।
বিদগ্ধ বাস্তবতার অনিশ্চিত গন্তব্যে
একলা দাঁড়িয়ে আমি,
দিশেহারা পথের দিশা।
নিঃশব্দ প্রকৃতির নীল আঁচলে
লাল লাল পদ্মের দীর্ঘশ্বাস,
অতঃপর শ্রাবণের টলটলে জলে
বিশুদ্ধ স্নানের সুখের ভেলায়
আমার ভালো থাকার অভিলাষ।
আরও পড়ুন কবিতা-
তিতাস নদীর পাড়ে
অনন্ত
স্বপ্ন ও স্বাধীনতা
ঘুরে আসুন আমাদের সুজানগরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে