ভালোবাসা
কবিতা,  সাহিত্য

ভালোবাসা

ভালোবাসা

রাফিয়া লাইজু

 

ভালোবাসা তুমি আছো-
নবজাতকের নরম তুলতুলে হাতের ছোঁয়ায়
ক্লান্ত পরিশ্রান্ত বিরামহীন মাতৃত্বের মমতায়
বাবার কঠোর শাসনের আড়ালে শাশ্বত কোমলতায়
ভাই-বোনের খুনসুটি আদি ও অকৃত্রিম সরসতায়
আধো আধো কথা বলা শিশুর প্রথম ভাষায়
শৈশব-কৈশোর-তারুণ্যের-উচ্ছ্বলতায়।

ভালোবাসা তুমি আছো-
নবোদিত সূর্যের ছড়িয়ে পরা নরম আলোয়
বাঁক ডাকা-প্রাতের আগমনী বার্তায়
প্রত্যূষে নির্মল বাতাস পাখির কলকাকলির মুখরতায়
সবুজ ঘাসের ডগায় স্বচ্ছ শিশির কণায়
কালপুরুষ-সপ্তর্ষিমন্ডল বাঁধভাঙা জোছনায়।

ভালোবাসা তুমি আছো-
প্রেমিকের না বলা কথার ব্যকুলতায়
অপেক্ষারত প্রেমিকার উদ্বেগ উৎকণ্ঠায়
হতাশাগ্রস্ত বেকার যুবকের একগাল দাঁড়ির বিষন্নতায়
রাত জাগা স্মৃতির তোরণ রোমন্থনায়
যুবকের শেষ চুমুক হেমলকের বিষাক্ততায়।

ভালোবাসা তুমি আছো-
জ্যৈষ্ঠের রসালো ফলের সুঘ্রাণ সুস্বাদুতায়
বর্ষার বর্ষণে স্নাত প্রকৃতির স্নিগ্ধতায়
শরতের বিষন্ন আর শুভ্র মেঘমালার আনাগোনায়
সবুজ পাতার ফাঁকে উঁকি দেয়া কামিনীর ম-ম মিষ্টি সুগন্ধয়
বর্ষায় কদমের সৌরভ শরতের শিউলি কাশফুলের শুভ্রতায়।

ভালোবাসা তুমি আছো-
হেমন্তে শস্য ক্ষেতের সোনালী ফসলের দৃশ্য দেখায়
নতুন ফসল ঘরে তোলা কৃষাণ-কৃষাণীর খুশির পরিপূর্ণতায়
নবান্নের পিঠাপুলির ধুম পালা গানের উৎসব মুখরতায়
ঝিলের জলে ছেলে মেয়ের শাপলা-শালুক তোলায়
শীতের ঘন কুয়াশায় শীত বস্ত্রহীন দরিদ্রের রৌদ্র-তাপের উষ্ণতায়।

ভালোবাসা তুমি আছো-
ঋতুরাজের আগমনে কোকিলের কুহুতান বার্তায়
কুঞ্জমাঝে বা বটতলায়-বসন্ত বরণ উৎসব মুখরতায়
কিশোরীর বাসন্তী শাড়ি-রেশমি চুড়ির রিনিঝিনি কম্পনতায়
ভ্রমরের গুঞ্জরণ-অজস্র রঙিন ফুলের সৌরভতায়
প্রাণ ফিরে পাওয়া শুকনো পাতা ঝরে পড়া গাছের শাখায়।

ভালোবাসা তুমি আছো-
মেঠোপথের দু’পাশে তালগাছে বাউরি বাতাসের দোলায়
বাবুই পাখির নিখুঁত কারুকাজের নীড় বাঁধায়
৫২এর ভাষা শহীদদের আত্মত্যাগের গরিমায়
৭১ এর রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীনতা-বিজয়ের বাংলায়
ক্ষেতের আলে দূরন্ত কিশোরের উড়ন্ত পতাকায়।

আরও পড়ুন কবিতা-
প্রেমের পদ্য
রোদনের নীল জল
প্রকৃতি আমার ভালোবাসা

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

Facebook Comments Box

রাফিয়া লাইজু মূলত কবিতা লেখেন। তিনি ১৯৭৪ সালের ১ জানুয়ারি, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত মানিকহাট ইউনিয়নের মালিফা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!