ভালোবাসা
কবিতা,  সাহিত্য

ভালোবাসা

ভালোবাসা

রাফিয়া লাইজু

 

ভালোবাসা তুমি আছ-
নবজাতকের নরম তুলতুলে হাতের ছোঁয়ায়
ক্লান্ত পরিশ্রান্ত বিরামহীন মাতৃত্বের মমতায়
বাবার কঠোর শাসনের আড়ালে শাশ্বত কোমলতায়
ভাই-বোনের খুনসুটি আদি ও অকৃত্রিম সরসতায়
আধো আধো কথা বলা শিশুর প্রথম ভাষায়
শৈশব-কৈশোর-তারুণ্যের-উচ্ছ্বলতায়।

ভালোবাসা তুমি আছ-
নবোদিত সূর্যের ছড়িয়ে পরা নরম আলোয়
বাঁক ডাকা-প্রাতের আগমনী বার্তায়
প্রত্যূষে নির্মল বাতাস পাখির কলকাকলির মুখরতায়
সবুজ ঘাসের ডগায় স্বচ্ছ শিশির কণায়
কালপুরুষ-সপ্তর্ষিমন্ডল বাঁধভাঙা জোছনায়।

ভালোবাসা তুমি আছ-
প্রেমিকের না বলা কথার ব্যকুলতায়
অপেক্ষারত প্রেমিকার উদ্বেগ উৎকণ্ঠায়
হতাশাগ্রস্ত বেকার যুবকের একগাল দাঁড়ির বিষন্নতায়
রাত জাগা স্মৃতির তোরণ রোমন্থনায়
যুবকের শেষ চুমুক হেমলকের বিষাক্ততায়।

ভালোবাসা তুমি আছ-
জ্যৈষ্ঠের রসালো ফলের সুঘ্রাণ সুস্বাদুতায়
বর্ষার বর্ষণে স্নাত প্রকৃতির স্নিগ্ধতায়
শরতের বিষন্ন আর শুভ্র মেঘমালার আনাগোনায়
সবুজ পাতার ফাঁকে উঁকি দেয়া কামিনীর ম-ম মিষ্টি সুগন্ধয়
বর্ষায় কদমের সৌরভ শরতের শিউলি কাশফুলের শুভ্রতায়।

ভালোবাসা তুমি আছ-
হেমন্তে শস্য ক্ষেতের সোনালী ফসলের দৃশ্য দেখায়
নতুন ফসল ঘরে তোলা কৃষাণ-কৃষাণীর খুশির পরিপূর্ণতায়
নবান্নের পিঠাপুলির ধুম পালা গানের উৎসব মুখরতায়
ঝিলের জলে ছেলে মেয়ের শাপলা-শালুক তোলায়
শীতের ঘন কুয়াশায় শীত বস্ত্রহীন দরিদ্রের রৌদ্র-তাপের উষ্ণতায়।

ভালোবাসা তুমি আছ-
ঋতুরাজের আগমনে কোকিলের কুহুতান বার্তায়
কুঞ্জমাঝে বা বটতলায়-বসন্ত বরণ উৎসব মুখরতায়
কিশোরীর বাসন্তী শাড়ি-রেশমি চুড়ির রিনিঝিনি কম্পনতায়
ভ্রমরের গুঞ্জরণ-অজস্র রঙিন ফুলের সৌরভতায়
প্রাণ ফিরে পাওয়া শুকনো পাতা ঝরে পড়া গাছের শাখায়।

ভালোবাসা তুমি আছ-
মেঠোপথের দু’পাশে তালগাছে বাউরি বাতাসের দোলায়
বাবুই পাখির নিখুঁত কারুকাজের নীড় বাঁধায়
৫২এর ভাষা শহীদদের আত্মত্যাগের গরিমায়
৭১ এর রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীনতা-বিজয়ের বাংলায়
ক্ষেতের আলে দূরন্ত কিশোরের উড়ন্ত পতাকায়।

আরও পড়ুন কবিতা-
প্রেমের পদ্য
রোদনের নীল জল
প্রকৃতি আমার ভালোবাসা

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

Facebook Comments Box

রাফিয়া লাইজু কিলিজ একজন কবি। তাঁর সম্পাদিত কাব্যগ্রন্থ: অব্যক্ত কাব্য কথা, নিকুঞ্জ পূর্ণিমায় কবিতাগুচ্ছ। তিনি ১৯৭৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত সাগরকান্দি ইউনিয়নের পুকুরনিয়া গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস একই উপজেলার মানিকহাট ইউনিয়নের মালিফা গ্রাম।

error: Content is protected !!