ভালোবাসা রঙ বদলায়, কিছু লিখব
ভালোবাসা রঙ বদলায়
যদি একদিন আমার খোঁপায় ফুল গুঁজে দিয়ে বলতে
চল না বৃষ্টিতে ভিজি দু’জন মিলে,
বৃষ্টিতে ভিজে যতটা না সুখ অনুভব করতাম
তার চেয়ে বেশী সুখ পেতাম তোমার এই চাওয়াতে।
গোধুলির লগ্নে আমার হাত দু’টি ধরে যদি বলতে
চল না নদীর পাড়ে বসে গল্পের ডালি সাজাই দু’জনে
আমার হাত ধরাতে যতটা না খুশী হতাম
তার চেয়ে আরো অধিক খুশী হতাম তোমার আবেগ দেখে।
সকালের শিশির ভেজা ঘাসের উপর
একসাথে যদি কিছুটা পথ হাঁটতে বলতে
শিশিরে আমার পা যতটা না ভিজতো
এর চেয়ে অনেকটা বেশী আমার মন ভিজতো তোমার ভালবাসায়।
সুতির গোলাপি রঙের একটা শাড়ি এনে
সাথে সদ্য ফোটা গোলাপ ফুলের মুকুট পরিয়ে যদি বলতে
“বাহ্ খুব মায়াবী দেখাচ্ছে তোমাকে”
পৃথিবীর সব সুখ যেন আমার পায়ের কাছে লুটোপুটি খেত।
আমার হাসিটা দেখে
যদি কোন একদিন দুষ্টামির ছলে বলতে
তোমার হাসি দারুণ মিষ্টি
তাহলে আমি আজীবন হাসতে থাকতাম।
সত্যিই যদি কোন এক বিকেলে প্রাণ খুলে বলতে
তোমাকে অনেক অনেক ভালবাসি,
আর কারো নয়
তাহলে ভালবাসার সব রঙ দেখা হয়ে যেত আমার।
তোমার থেকে এসব আর পাওয়া হলো না
তবে ভালবাসার রঙ বদলায় এটা জানা হলো;
তোমার ভালবাসায় মন না ভিজলেও
চোখজোড়া আমার প্রতিনিয়তই ভিজে যায়….
আরও পড়ুন জিন্নাত আরা রোজীর কবিতা-
সোনামনি
সন্ধ্যা নামার আগে
অবহেলার বৃত্তে
কিছু লিখব
কি লিখতে চাই জানি না
ইচ্ছে হয় অনেক কিছু লিখি,
কিন্তু লিখতে গেলে কলম থেমে যায়!
এটা কেন হয় জানি না।
চোখের সামনে জ্বলজ্বল করে যে বিভীষিকাময় দৃশ্য,
সেগুলি শুধু আড়ালই রয়ে যায়।
মেঘের উপর মেঘ ভেসে যায় ঐ নীলাকাশে…
মেঘ তো থামে না, চলে অবিরত।
কিন্তু মানুষের হাতের কলম থেমে যায় কেন?
সংযোজন, বিয়োজন, দায়বদ্ধতা নাকি ভয় কাজ করে?
ইচ্ছে করে এ সংশয়কে পদদলিত করি।
যদি পারতাম, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতাম;
তামাশা চলতো সবকিছুর উর্ধ্বে।
যদি কখনো মৃত্যুর মুখোমুখি হই,
লাজ-লজ্জা, ভয়, সংশয় সবকিছুকে পদদলিত করবো।
তখন আর একবার বিধাতার কাছে আর্জি জানাবো,
আরও কিছুদিন বাঁচতে চাই
বাঁচার লড়াই আরেকবার হয়তো বাঁচিয়ে দেবে;
অকুতোভয় আমি তবুও চালিয়ে যাবো এই লড়াই।
আরও পড়ুন কবিতা-
রাতের মিনার
গাজনা বিলের ধান
চাইনি এমন স্বদেশ
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
ভালোবাসা রঙ বদলায়