ভালোবাসা-রঙ-বদলায়
কবিতা,  জিন্নাত আরা রোজী,  সাহিত্য

ভালোবাসা রঙ বদলায়, কিছু লিখব

ভালোবাসা রঙ বদলায় 

জিন্না আরা রোজী  

 

যদি একদিন আমার খোঁপায় ফুল গুঁজে দিয়ে বলতে
চল না বৃষ্টিতে ভিজি দু’জন মিলে,
বৃষ্টিতে ভিজে যতটা না সুখ অনুভব করতাম
তার চেয়ে বেশী সুখ পেতাম তোমার এই চাওয়াতে।

গোধুলির লগ্নে আমার হাত দু’টি ধরে যদি বলতে
চল না নদীর পাড়ে বসে গল্পের ডালি সাজাই দু’জনে
আমার হাত ধরাতে যতটা না খুশী হতাম
তার চেয়ে আরো অধিক খুশী হতাম তোমার আবেগ দেখে।

সকালের শিশির ভেজা ঘাসের উপর
একসাথে যদি কিছুটা পথ হাঁটতে বলতে
শিশিরে আমার পা যতটা না ভিজতো
এর চেয়ে অনেকটা বেশী আমার মন ভিজতো তোমার ভালবাসায়।

সুতির গোলাপি রঙের একটা শাড়ি এনে
সাথে সদ্য ফোটা গোলাপ ফুলের মুকুট পরিয়ে যদি বলতে
“বাহ্ খুব মায়াবী দেখাচ্ছে তোমাকে”
পৃথিবীর সব সুখ যেন আমার পায়ের কাছে লুটোপুটি খেত।

আমার হাসিটা দেখে
যদি কোন একদিন দুষ্টামির ছলে বলতে
তোমার হাসি দারুণ মিষ্টি
তাহলে আমি আজীবন হাসতে থাকতাম।

সত্যিই যদি কোন এক বিকেলে প্রাণ খুলে বলতে
তোমাকে অনেক অনেক ভালবাসি,
আর কারো নয়
তাহলে ভালবাসার সব রঙ দেখা হয়ে যেত আমার।

তোমার থেকে এসব আর পাওয়া হলো না
তবে ভালবাসার রঙ বদলায় এটা জানা হলো;
তোমার ভালবাসায় মন না ভিজলেও
চোখজোড়া আমার প্রতিনিয়তই ভিজে যায়….

আরও পড়ুন জিন্নাত আরা রোজীর কবিতা-
সোনামনি
সন্ধ্যা নামার আগে
অবহেলার বৃত্তে

 

কিছু লিখব

কি লিখতে চাই জানি না
ইচ্ছে হয় অনেক কিছু লিখি,
কিন্তু লিখতে গেলে কলম থেমে যায়!
এটা কেন হয় জানি না।
চোখের সামনে জ্বলজ্বল করে যে বিভীষিকাময় দৃশ্য,
সেগুলি শুধু আড়ালই রয়ে যায়।
মেঘের উপর মেঘ ভেসে যায় ঐ নীলাকাশে…
মেঘ তো থামে না, চলে অবিরত।
কিন্তু মানুষের হাতের কলম থেমে যায় কেন?
সংযোজন, বিয়োজন, দায়বদ্ধতা নাকি ভয় কাজ করে?
ইচ্ছে করে এ সংশয়কে পদদলিত করি।
যদি পারতাম, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতাম;
তামাশা চলতো সবকিছুর উর্ধ্বে।
যদি কখনো মৃত্যুর মুখোমুখি হই,
লাজ-লজ্জা, ভয়, সংশয় সবকিছুকে পদদলিত করবো।
তখন আর একবার বিধাতার কাছে আর্জি জানাবো,
আরও কিছুদিন বাঁচতে চাই
বাঁচার লড়াই আরেকবার হয়তো বাঁচিয়ে দেবে;
অকুতোভয় আমি তবুও চালিয়ে যাবো এই লড়াই।

আরও পড়ুন কবিতা-
রাতের মিনার
গাজনা বিলের ধান
চাইনি এমন স্বদেশ

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

ভালোবাসা রঙ বদলায়

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা। তিনি ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!