ভালোবাসার সুখ, ভালোবাসার রঙিন খামে, হারানোকে খুঁজি
ভালোবাসার সুখ
ভালোবাসার সুখ
বেশিই দুখ; সুখ অতি অল্প সফলতায়,
ভালোবাসার দুখ
জীবন ব্যাপিয়া স্মৃতিময় বিফলতায়!
আসে পাশে
ভালোবাসে কথা কয় উজারিয়া মন,
মিষ্ট হাসে
কপট,অন্তরালে মরীচিকাময় আনন!
হলে সফল
করে গণ্ডগোল তিল পরিমাণ ভুল,
ঢালে অনল
হয় ভস্মীভূত যতনে ফুটানো ফুল।
করে ক্রন্দন
বিমর্ষ বদন ভুলের মাশুল গোনে,
শান্ত সদন
অশান্ত বায়ে তিক্ত হয় শোষণে।
বিনিময়
হলে পরিচয় বাঁধার প্রাচীর নাশে,
করে জয়
মন প্রাণ অশান্ত ভালোবাসে।
অভিমান
পেরেশান কাছেই ডাকে ফের,
বিদ্যমান
পরাণে পরাণ চিন্তনে পায় টের।
এই মন
অসুখে গমন ভাঙিলে প্রত্যয়,
করে ক্রন্দন
তাহারই লাগি জীবন হলে লয়।
নাই সুখ
পেলে দুখ, সুখি সেই যে দেয় তা,
ভাঙে বুক
কাঁচের মত দিয়ে ভালোবাসার কথা।
আরও পড়ুন কে এম আশরাফুল ইসলামের কবিতা-
অবচেতন মন
শিরোনামহীন
বেদনার কূলে কূলে
ভালোবাসার রঙিন খামে
সেই মন
আগেরই মতন তোমাকেই ঘিরে ঘিরে,
করে চারণ
চোরাপথে শাসনের তোয়াক্কা না করে।
নাই পাশে
এসে পাশে, ভালোবেসে অতীতের স্মৃতি,
মুগ্ধ হেসে
দিয়ে যাও হারানো সেই অবারিত প্রীতি!
অভিমান
খানখান দুর্নিবার আকর্ষণে পাষাণ,
মেহমান
চিরতরে ঘুঙুর পায়ে গায় ঝর্ণার গান!
রিনিঝিনি
হৃদয়ে আপনি ধ্যানমগ্ন তাপসের মনে,
চিরচিনি
আছো ক্লিষ্ট জীবনের ভাস্কর্য স্মরণে।
আঁকি ছবি
হই কবি পরাণের আন্দোলিত শিল্পে,
করি দাবি
ছিলে আছো রবে জীবন চলার গল্পে!
এ গল্প
নহে অল্প স্বজনে নির্জনে যেখানে যেমন,
নহো কল্প
বটের ছায়া হয়ে আছ অতীতের তেমন।
স্মৃতির মিনারে
ঊর্মি লীলা করে অশান্ত চিত্ত দেয় দোলা,
কিনারে কিনারে
বেদনার বিহগ মেঘের আঁচলে করে খেলা।
সেই তুমি
এই আমি আমার আমিত্বে তুমিত্বকে খুঁজি,
বহু দামি
ভালোবাসা, ভালোবাসার রঙিন খামে খুঁজি!
হারানোকে খুঁজি
হয়তো নেই মনে
তোমার জীবনে সপিয়া মন প্রাণ,
হেসেছিলাম দুজনে
দীপ্ত শপথে রচিতে প্রণয় বাগান।
সতত মায়া
বটের ছায়া প্রশান্তির চাদরে বাঁধা,
নয়ন হিয়া
শিহরণ ক্ষণে না ছিল কোনো দ্বিধা।
ভালোবাসার পুঁজি
হারিয়ে খুঁজি যদি গো পাওয়া যায়,
তখনি বুঝি
হারানো এসে বলিবে আয় আয়!
জড়িয়ে বুকে
বলিবে আমাকে এই আছি পাশে,
অন্তরে রেখে
নহে শুধুই জীবনে ভালোবেসে।
শুধুই মনে
রেখে স্মরণে অমানিশার চাঁদ হয়ে,
নির্বাসনে
উত্তম অতি দ্বীপান্তরের মায়া দিয়ে।
বেঁধো না আমায়
প্রকট ছলনায় তার চেয়ে ঘৃণা দিও,
কাঁদি বেদনায়
সুখি হইও সুখটাই আপন করিও!
যা বেদনার
দিও আমার পথে পথে যত সুখ,
নাও উপহার
সুখেতে শান্তি নাশে যেন সব দুখ।
আমারই পরাণে
খুঁজে পাই গোপনে স্মৃতি ও প্রীতি,
তৃষিত নয়নে
হারা আসে আলোতে কাঁদে রাতি!
আরও পড়ুন কবিতা-
শোকবার্তা
স্মৃতির পাতায়
হৈমন্তী ভালোবাসা
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
ভালোবাসার সুখ