ভালোবাসার-চিঠি
কবিতা,  কে এম আশরাফুল ইসলাম,  সাহিত্য

ভালোবাসার চিঠি, ভালোবাসা ডাকে ঐ, কে কাঁদে

ভালোবাসার চিঠি

কে এম আশরাফুল ইসলাম

 

জাগি নিশি
জানে ঐ শশী আর মম হিয়া,
নহে পড়শি
ভালোবাসা নিও ওগো প্রিয়া।
অর্পিত মন
দেখে স্বপন যতনে আঁকি ছবি,
ওগো জীবন
তোমার ভাবনায় হয়ে যাই কবি।
লিখে যাই
ছন্দ হারাই না হারিয়ে তোমায়,
আমাতে পাই
অন্তরের গভীরে অতি মমতায়।
ঐ আঁখি
আমাকেই ডাকি অপলক বাঁধনে,
হইয়া পাখি
করে উতলা ঘুমে কি জাগরণে।
অপরূপ সৃজন
অতুল নয়ন সুকান্তি সুকেশিনী,
শিল্পীত আনন
লিওনার্দো পিকাসোও দেখেনি!
যতই দেখি
সতৃষ্ণ আঁখি সতত দেখিবারে,
পিঞ্জরে পাখি
করিয়া রাখিতে তাড়ার আমারে।
নয়নের আড়ে
যাপিত অন্তরে কুঠারে করে আঘাত,
নিঃশব্দে ঝরে
তাপিত অশ্রু হইয়া নায়াগ্রা প্রপাত!
দোহাই সখী
হৃদয়ের পাখি তব ঐ পূর্ণিমা আনন,
অন্তরালে রাখি
দিও আপনাকে না দেখায়ে অন্য নয়ন।
শুধুই আমি
প্রণয়কামি দেখিবো প্রীতি ও প্রেমে,
দিবা-যামী
শুধুই আমার থেকো অবারিত চুমে।
যতই লেখি
ঝরে এই আঁখি পাশে তুমি নাই,
অন্তরে দেখি
সেথায় আছো নিয়ে চির ঠাঁই।
নহে দূরে
মনের গভীরে চিন্তনের আঙিনায়,
খেলা করে
পুষ্পবাসরে তুমি-আমি দু’জনায়!
এ অভিসার
সুপরিকল্পনার প্রাপ্য প্রতীক্ষায় হাসে,
তুমিই আমার
যাও বলে ভালোবাসা তাই ভালোবাসে।
রইলো প্রীতি
কভু নহে ইতি সাফল্যে ফুটুক কানন,
দিবা-রাতি
একক নিবাসে হাসুক মোদের আনন।

আরও পড়ুন কে এম আশরাফুল ইসলামের কবিতা-
রেখে যাই এ হৃদয় আমার
তাহার ভালোবাসায়
বসন্ত কোকিল

 

ভালোবাসা ডাকে ঐ

ও নয়ন
মায়াবী আনন মায়াতে বাঁধিতে হিয়া,
আকর্ষণ
করে যায় গভীর নিশায় ডাকে পাপিয়া।
মুখখানি
শিল্পীত খনি সারল্যে নায়াগ্রার প্রপাত,
সুনন্দিনী
কর্ডোভা কাশ্মীর অপ্সরী পারিজাত।
যতই দেখি
প্রণয় পাখি মেলিয়া সতৃষ্ণ ডানা,
অবারিত আঁখি
তোমাতেই খোঁজে নিজ ঠিকানা।
ভুলে যাই
তবু ফিরে চাই ভুলিতে না পারি,
দেখি তাই
আমাতেই তুমি করো পায়চারি।
কেমনে ভুলি
গানের বুলবুলি সুরেতে করে আকুল,
ফোটে কলি
সুরভী দিয়ে নন্দনে নান্দনিক ফুল!
মনের ফাঁকে
চাঁদের মায়া ডাকে পর্ণনীড়ের ভীরে,
যতনে থাকে
যৌবনাবতীর ঝুলন্ত অলোকা ঘিরে।
দোলে দোলায়
কুন্তলে এশারায় উতলা করে হিয়া,
বলি অবলীলায়
এসো হে পরাণ তুমিই চির প্রিয়া!
নহে নবায়ন
আদিতেই সমর্পণ অফেরতযোগ্য এ প্রাণ
তোলে আলোড়ন
ভালোবাসা ডাকে দু’জনায় চির মহীয়ান।

 

কে কাঁদে

যে বাঁধে
সেই কাঁদে ছুটিলে বন্ধন ভুলে,
বিপদে
স্মৃতিকাতর ফুটিতে চায় ফুলে!
এ নয়ন
করে বর্ষণ অযাচিত ঝর্ণা ধারা,
এ জীবন
ঘাসের ডগায় শিশিরে চেহারা,
মুক্তাদানা
ভাবে আপনা অনুপম অতুল শশী,
ঐ ঠিকানা
হারিয়ে কাঁদি প্রণয়ে ভালোবাসি!
চলে যায়
ফিরে না চায় পতিত অতীত ডাকে,
তা কাঁদায়
ব্যথার ব্যাথিত গোধূলির দুর্বিপাকে।
আঁখিকোণ
করে সিঞ্চন কামনার লোনা জল,
বিকিরণ
করে যায় দোলায়িত কণ্টকে কমল।
অট্টহাসে
ভালোবাসে ঘষেটি বেগমের আনন,
অবশেষে
কাঁদে নবাব নির্ভেজাল প্রেম রতন!

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

ভালোবাসার চিঠি

Facebook Comments Box

ঘটনাবহুল জীবনের অধিকারী কে এম আশরাফুল ইসলাম একাধারে একজন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, গল্পকার ও গীতিকার। ছড়া, কবিতা, গল্প, নাটক, গান, প্রবন্ধ, উপন্যাস প্রভৃতি বিষয়ে লেখকের মোট ৭৮টি পাণ্ডুলিপি অপ্রকাশিত রয়েছে। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের  তালিমনগর গ্রামে ১৯৬৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। 

error: Content is protected !!