ভালোবাসার উপহার, যেওনা অন্য কোথাও, ফিরে এসো
ভালোবাসার উপহার
ভালো লাগে তাই
ভালোবেসে যাই ভাবনায় হই হারা,
ঠিকানা জানাই
হৃদয় আকাশে হয়ে আছো ধ্রবতারা।
চির অনির্বাণ
তুমিই প্রিয় প্রাণ কল্পিত আরাধ্য নীড়ে,
দীপ্ত নিশান
উড়ায়ে চলি এ জীবনের তীরে তীরে।
এই যে আঁখি
তৃষিত পাখি প্রত্যাশার পাখায় ভর,
প্রণয় রাখী
দিয়ে বাঁধি ভালোবাসার নব ঘর।
সেই ঘরে
রহিবো চিরতরে যেখানে দু’জনায়,
পরম আদরে
সুখের জীবনে হারাবো আপনায়।
নহে ফুল
কোনো ভুল সুরম্য অট্টালিকার স্বপন,
তুমি অতুল
প্রশান্ত চিত্তের স্পন্দিত আরাধ্য জীবন।
এই মন
এই জীবন মরমে থাকা যত ভালোবাসা,
প্রিয়জন
তুমিই আমার নিও উপহার মিটিবে তিশা।
আরও পড়ুন কে এম আশরাফুল ইসলামের কবিতা-
ভালোবাসার চিঠি
ভালোবাসার সুখ
অবচেতন মন
যেওনা অন্য কোথাও
হে ভালোবাসা
জীবনের আশা কামনার রঙিন খামে,
কভু সর্বনাশা
হানিয়া বুকে যেওনা অন্য ধামে।
দূরেতে আঁখি
দিও না পাখি শুধুই আমার তরে,
দেখাও দেখি
আছো রবো মোরা দু’জনার ভিড়ে।
কী ও বুকে
তা আমাতেও থাকে কম নহে একচুল,
সুখে দুখে
এক নিবাসে ফুটাবো প্রণয়ের ফুল।
ঐ আঁখি
এই আঁখি কামনায় প্রদীপ্ত হয়,
এই পাখি
উতলা জোয়ারে ভিন্নতা না কয়।
এই আকুতি
কাঙ্ক্ষিত প্রীতি পরাণে দোলা দেয়,
চির স্মৃতি
চির বসন্তে আপন করে নেয়।
যেও না
বদলে ঠিকানা শূন্য করিয়া নিবাস,
ভুলো না
তুমিই আমার ভালোবাসার কারাবাস।
ফিরে এসো
ও বুকে
রেখেছিলে যাকে সেই পরশ মায়ায়,
এ বুকে
সে পিপাসা দহে প্রকট শূন্যতায়!
এ নয়ন
করে বর্ষণ তাপিত লোনা জল,
এ জীবন
রচে যায় আগ্রার তাজমহল!
আছ দূরে
তবু অন্তরে হয়ে পোষা পাখি,
সুরে সুরে
যাও ডেকে তাই ছবি আঁকি।
এ ছবি
প্রণয়ের দাবি শপথের দৃঢ়তায়,
এ কবি
ভালোবাসে নিত্য স্ব-কবিতায়।
যাও ভুলে
যাও চলে সত্যি কি ভুলা যায়,
কী বলে
তব হৃদয় যখন থাকো বেদনায়?
কারো প্রণয়
শুনালে সময় দোলে কি স্মৃতির খেয়া,
শান্ত নিলয়
অশান্ত ঝড়ে নিম্নচাপে নিরুত্তাল হিয়া।
দিয়ে বিসর্জন
কেমন জীবন রচিয়াছ চির ভালোবাসা,
অর্পিত মন
জানিতে ব্যাকুল ওগো জীবনের আশা।
অবুঝ মন
না মানে বারণ স্মৃতিরে টেনে টেনে,
সিক্ত নয়ন
খোঁজে সান্ত্বনা কাঁদিয়া কারণে অকারণে।
চিন্তনে শয়ন
মুদিলে নয়ন চির বসন্ত এসে ডাকে,
তোমারই আনন
করে উতলা সেই হারাকে পেয়ে বুকে।
আছ সবখানে
মায়ার বাঁধনে শুধু হাত বাড়িয়ে না পাই,
অতি গোপনে
করে যাও অভিসার যেথা তোমাতে হারাই।
করি অনুনয়
যাচনা সবিনয় ফিরে এসো হে অভিমানী,
যেথা প্রীতিময়
স্মৃতির পিরামিড নিত্য করে কানাকানি।
আয় আয়
ফিরে আয় প্রতীক্ষার প্রহরে আর কত কাল,
রবো বেদনায়
তোমারই আশায় হারিয়ে মানুষের হাল।
ফিরে এসো
ভালোবাসো ভালোবাসি ভালোবাসায়,
কাছে বসো
মিলে যাই সাগরের টানে প্রশান্ত মোহনায়!
আরও পড়ুন কবিতা-
কবিতা জমিনে
বেকারত্ব
শ্রদ্ধাঞ্জলি
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
ভালোবাসার উপহার