ব্যবধান, অতীত ফিরে দাঁড়াও, হৈমন্তি ভালবাসা
ব্যবধান
জহুরা আক্তার ইরা
এক মাটিতেই জন্ম সবার এক আকাশ তলে বাস
তবু কারো মনে খুশির জোয়ার কেউ ফেলে দীর্ঘশ্বাস।
কেউ গড়ে তোলে অট্টালিকা কারো বাস কুঁড়ে ঘরে,
বাস্তুহারা হয়ে কেউ কেউ ঘুরে ফেরে দ্বারে দ্বারে।
কারো শরীরে বাহারী পোশাক কেউ দামী গাড়িতে ঘোরে
যে গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে কত প্রাণ যে অকালে ঝরে।
কারো ঘরে রাখা সুস্বাদু খাবার পোষা কুকুরের তরে
আধা পোয়া পেটও পায়না খাবার কেউ অনাহারে ধুকে মরে।
আসামিরা সবাই নয়কো পাপী তবু নির্মম বিচারের খেল
পাপ করে কেউ পার পেয়ে যায় কেউ বিনা পাপে খাটে জেল।
চাবুক ধরেছে রক্তপায়িরা অন্যেরা পিঠ পেতে
বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল আর অযথা রক্তপাতে।
সততার সাথে চলতে গিয়ে কেউ বার বার খায় হোঁচট
মিথ্যাচারীরা নির্বিঘ্নে চলে তারা বেঁধেছে এক জোট।
পরের মঙ্গলে ব্যস্ত কেউ নিজের ক্ষতি করে
প্রলোভনে মত্ত হয়ে কেউবা ঈর্ষায় জ্বলে মরে।
যার আছে সে আরো চায় তার চলন্ত ধাতব জীবন
সামান্যে তুষ্ট সেইজন যার আছে সুন্দর মন।
একই স্রষ্টার সৃষ্টি আমরা তবু কেন এত ব্যবধান?
কেউ ভুলে যায় স্রষ্টার বিধান কেউ স্রষ্টায় সঁপে প্রাণ।
বুকের গভীরে লালন করি সদা সমতার এক মন্ত্র
সেথা একভাগ হলো মানুষ আর তিন ভাগ হলো যন্ত্র।
আরও পড়ুন জহুরা ইরার কবিতা-
তুলু সোনা
ভেজালের সমারোহ
অতীত ফিরে দাঁড়াও
আবার দাঁড়াতে হবে, গত শহীদ ত্রিশ লক্ষ
গুলি আর বোমায় যাদের, ঝাঁঝড়া হয়েছিল বক্ষ।
পশুরা যাদের লুটে নিয়েছিল, সম্ভ্রম, ইজ্জত
তোমরা দাঁড়াও আবার একসাথে, হাতে রেখে হাত ।
যাদের লাগি নিঃসংকোচে করেছিলে আত্মদান
তারা অবিশ্বাসী, লোভী, কৃতঘ্ন, বিষণ্ণ উদাসীন।
প্রাণহীন হয়ে তারা নৈরাজ্যের দিয়েছে জনম,
তাদের তরে তোমরা হানো পারমানবিক বোম।
আপন স্বার্থে গড়েছে যারা, ভ্রষ্ট বিলাসী নীড়
বিচলিত করে না তাদের কঠোর অন্তর
ক্ষুধিতের চিৎকার আর ব্যথিতের রোদন,
তাদের লাগি গড়ে তোল এক উত্তাল আন্দোলন।
তোমরা আশাহত আশাদের ফিরিয়ে আনো বিশ্বাস ঘাতকতার কর অবসান
দীর্ঘশ্বাস, ঘৃণা, বেদনা, আর আড়ষ্ঠতা মাড়িয়ে
জীবিতের মাঝে একাত্ম হয়ে স্বস্তি আনো ফিরিয়ে।
হৈমন্তি ভালবাসা
কাল মেঘেরা ভেলা ভাসিয়েছে
নীল আকাশের বুকে
হেমন্তি ফুলেরাও চোখ মেলেছে
সবুজ পাতার ফাঁকে
শিশির এসেছে বলতে কথা
চুপি চুপি নিঝুম রাতে
আসন দিয়েছে দূর্বা তবু লতা আপন বুকটি পেতে ।
আবেশে বুকেতে রাখবে জড়ায়ে
পলক্ষণ, আজীবন
এসে জানান দিল ভোরের সূর্য
যাবার যে হল ক্ষণ
বিদায়ের শোকে সব হয় ফিকে
সারাদিন মন ভার
অপেক্ষায় প্রহর কাটে কখন
আসবে শিশির তার
আরও পড়ুন কবিতা-
দুর্বিনীত পুত্রগণের প্রতি
অন্য আলো
প্রকৃতিতে হবো লীন
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
ব্যবধান