বিয়ে-মানে-কি?
কবিতা,  মযলুম মুসাফির,  সাহিত্য

বিয়ে মানে কি?

বিয়ে মানে কি?

মযলুম মুসাফির (ছদ্মনাম)

 

বিয়ে মানে কি তুচ্ছ কথায় হঠাৎ গালাগালি?
পাড়াপড়শি তাই শুনিয়া দুই হাতে দেয় তালি।
দুষ্ট মতি ভ্রষ্ট অতি গালি দেয় শালি মাগি,
একজন খুন হতেই পারে বউ যদি হয় রাগী।

বিয়ে অর্থ কি বউয়ের প্রতি শুধুই অবহেলা?
ঘুরে-ফিরে তো রাতের বেলায় তারই সাথে খেলা।
কোকিল ফেলে কাকের সঙ্গে কেনরে মাখামাখি?
নিশিকালে তুই প্যাঁচার কেন করিস ডাকাডাকি?

চ্যাটিং করে সেই সে নাদান যারা চিটিংবাজ,
সুখের ঘরে আগুন দেওয়া পাপিষ্ঠদের কাজ।
বিয়ে মানে কি চার দেওয়ালে বউয়ের কন্ঠ রোধ?
আহা পরকীয়ায় বাধা দিলে চরম প্রতিশোধ?

সবল যখন দূর্বলেরে মারে ভীষণ ঘুষি,
মনে হইবে সব কিছুতেই এই মহিলা দুষি।
দেহটি তোর এক বিছানায় মনটি অন্যখানে,
হিরার প্রতি উদাসীন তুই পঁচা কাঁচ তোর টানে।

বিয়ে অর্থ কি কথায় কথায় কথার খোঁচা মারা?
শ্বশুর বাড়ির অর্থ লোভে বউকে শুধুই তাড়া?
কবুল বলার পূর্বে স্বামী নিত্য নিতো খবর,
বিয়ের পরেই ভালবাসার সে দিয়েছে কবর।

ধ্বংস হবার আগেই তুই ঠিক কর নিজ ঘর,
আল্লাহর ভয়ে ভীত হইয়া নামাজ- কালাম ধর।

আরও পড়ুন কবিতা-

সন্ধ্যা নামের আগে

বিষ

আমার যতো ভালবাসার ঋণ

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

Facebook Comments Box

প্রকৌশলী মো. আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ সাহিত্য সংকলনের সম্পাদক এবং ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ সালের ১৫ জুন, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালী ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!