বিল গাজনার চিল
বিল গাজনার চিল
আমি ভাই এক বিল গাজনার পাখি,
গোপন কথাটি বুকের ভিতরে রাখি।
বাসা বেঁধে করি বাস
গাজনায় বারোমাস
পাখা মেলে মেলে দু’চারটি মাছ ধরি
এমনি করেই শূন্য উদর ভরি।
হাটখালী যাই, যাই যে সৈয়দপুর,
সাগতা,বাদাই যদিও বহুতদূর
দেখি সব ঘুরে ঘুরে
আমার দৃষ্টি জুড়ে
দুলাই,উলাট আর রহে খয়রান,
সমস্ত গাঁ’র আমি এক মেহমান।
কভু যাই আমি বোনকোলা ও দুরিয়া,
বদনপুর,শাড়িরভিটা দেখি ঘুরিয়া
আমার ইচ্ছে যত
মিটাই মনের মত
কামালপুরের হাটের গাছেতে বসে,
দেখে নেই কেবা মুরগীর ছানা পোষে।
মনে নাই ঠিক মাসটি হয়তো মাঘ,
হাকিমপুরটি ফেলিয়া ভাদরভাগ।
সেই গাঁয়ে কিছুক্ষণ
বসে বসে করি পণ
বিশ্রাম নিয়ে বাঘুলপুরেতে যাব,
একমাছ ধরে মগডালে বসে খাব।
নুরুদ্দিনপুর গিয়েছি বারংবার,
ঘনশ্যামপুর রয়েছে তাহার ধার।
রাঘবপুরের কাছে
আমার মনেতে আছে
শিকার করেছি মুরগির এক ছানা,
জননী তাহার ধরেছিল মোর ডানা।
চরগজারিয়া রয়েছে চরের পর,
বোনকোলাবাসী বেঁধেছে সেথায় ঘর।
গ্রামটি বিলের ধারে
আমার মনটা কাড়ে
বাতাসে ভাসিয়া উড়ে উড়ে আমি চলি,
আর বলে যাই কত শত পদাবলী।
বেলাশেযে আজ হয়ে গেছি আমি বুড়া,
মনে পড়ে যায় সেই গ্রাম শোলাকুড়া।
টানে মোর সব গাঁয়ে
ডানেতে অথবা বাঁয়ে
সব চিনি আমি প্রতিঘর তার দ্বোর,
চোর,বাটপার, সুদ আর ঘুষখোর।
রাণীনগরের বাপের বেটীরা রাণী,
তারা ভালোবাসে বিল গাজনার পানি।
ধান,মাছ এই বিলে
থাকে তারা সবে মিলে
সুখেতে সবাই পায়না দুখেরে ভয়,
মুখেতে সবার বিল গাজনার জয়।
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
বিল গাজনার চিল