প্রেমের-প্রয়াণ; amadersujanagar.com
আবু জাফর খান,  কবিতা,  সাহিত্য

প্রেমের প্রয়াণ

প্রেমের প্রয়াণ

আবু জাফর খান

 

রমণীর কোঁচড় ছিড়ে প্রেম পড়ে গেলে
রাতের ঘুমপাখির ডানার শব্দ শোনা হয় না আর।
প্রথম যেদিন আঙুল খেলেছিল দ্বিপর্ণ গাছের বোঁটায়
ডালপালা মেলেছিল
কিছুকাল পাখিদের ওড়াউড়ি ছিল
পাতায় পাতায় রহস্যের আলো এসে পড়েছিল।

এখন সুনসান!
কিছুদিন, প্রথম কয়েকটা দিন শুধু
অন্ধকার থেকে আরও অন্ধকারে পথ ঘুরে যেত;
মনে হতো, এই আলোর অন্ধকারে জলের শরীর ঘেঁষে
পদ্ম ফুটবে,
বৃষ্টিভেজা দু-একটি পাতা এসে পড়বে নৌকোর মাস্তুলে।

এখন মেঘ কাঁদে!
মেঘেরা কেঁদে যায় অসুখের শোকে
গনগনে লৌহরঙের সূর্যোদয় নিয়ে আমি এখন ব্যস্ত থাকি
পায়ের তলার মাটি মূলত সরে গেছে
যাক সরে, শূন্যে ভাসব।

দেবালয় এখন শ্মশান!
আমার হৃৎপিণ্ড সমাধিভূমি বানিয়ে মৃতের চাষ হয়
তুমি জানো না, গোরেরও প্রাণ থাকে
যেখানে সূচিত হয় মৃতের জীবন।
হৃৎপিণ্ড কীটের আবাস হলে
নীড় খোঁজা পাখিদের কাছে সন্ধে হারিয়ে যায়।

আরও পড়ুন আবু জাফর খানের কবিতা-
স্বপ্নবাড়ি
মরুমন
ব্যবধান
THE DEATH OF LOVE

If love falls off from the apron of a woman
No sound of wings of the night bird is heard.
When at the first day the fingers played on the two-leaved stem
of the tree
and the branches opened
Some days the birds flew
The mysterious light enlightened the leaves.

Now it is solitude
Some days, just the initial days
The path used to turn into
the darkness more than as it was before,
It seemed in this luminous darkness
The lotus would bloom touching water
A few leaves wet by the rain
would reach the boat.

Now the cloud cries
due to the lamentation of unhappiness!
I become busy with the burning sunrise
The soil no more is under my feet
Let it go elsewhere
I rather will float in the air.

The temple as it were the crematorium.
My heart is compelled to be cemetery to cultivate the dead.
Know you not, the grave itself is alive
Where the dead start their lives
If the heart becomes a residence of insects
The birds seeking home lose the evening.

আরও পড়ুন কবিতা-
হেমন্তের বিকেল
বসন্ত কোকিল
কবিতার জমিনে
তিতাস নদীর পাড়ে
অন্ধকারের জ্যোতি

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

প্রেমের প্রয়াণ

Facebook Comments Box

কবি ও কথাশিল্পী আবু জাফর খান নিবিড় অন্তর অনুভবে প্রত্যহ ঘটে চলা নানান ঘটনা, জীবনের গতি প্রকৃতি, বাস্তবতার প্রতিচ্ছবি, ব্যক্তিক দহনের সামষ্টিক যন্ত্রণা তুলে আনেন নান্দনিক উপলব্ধির নিপুণ উপস্থাপনায়। তাঁর লেখায় ধ্বনিত হয় বিবেক কথনের অকৃত্রিম প্রতিভাষা। প্রকাশিত কাব্যগ্রন্থ: পাথর সিঁড়িতে সূর্যাস্ত বাসনা, অনির্বেয় আকাঙ্ক্ষায় পুড়ি, যে আগুনে মন পোড়ে, যূপকাঠে যুবক, একটি জিজ্ঞাসাচিহ্নের ভেতর, সোনালী ধানফুল, রাতভর শিমুল ফোটে, বীজঠোঁটে রক্তদ্রোণ ফুল, স্যন্দিত বরফের কান্না, প্রত্নপাথর মায়া; গল্পগ্রন্থ: মাধবী নিশীথিনী, পথে পথে রক্ত জবা, উপন্যাস: মেখলায় ম্যাগনোলিয়ার মুখ, জ্যোৎস্নায় ফুল ফোটার শব্দ, কুমারীর অনন্তবাসনা, জ্যোৎস্নাবাসর, মেঘের বসন্তদিন, রূপোলী হাওয়ার রাত, একাত্তরের ভোর, তৃতীয় ছায়া। তিনি ১৯৭৩ সালের ৩১ জানুয়ারি, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত আহম্মদপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 

error: Content is protected !!