প্রেমমৃত্তিকা; amadersujanagar.com
আদ্যনাথ ঘোষ,  কবিতা,  সাহিত্য

প্রেমমৃত্তিকা, নিরাশার মাঝে, মঙ্গল প্রবাহে

প্ৰেমমৃত্তিকা

আদ্যনাথ ঘোষ

 

জীর্ণ-শীর্ণ ঝরা পাতাগুলো শুধুই
কেঁদে কেঁদে যায়
অনন্ত বিরহ বেদনায়-
বিকেলের হলুদ-রক্তিম আভার সাথে
পশ্চিমে হেলেছে সূর্য
সিঁদুরের সাথে দুধে-আলতা মিশানো
অই অসহ্য বেদনার সাক্ষী হয়ে।
হেমন্তের ধান কাটার পরে রিক্ত মাঠের
যে বিপন্ন-বিষণ্ণতা
কন্যার বিদায়ের সাথে পিতার যে
শূন্যতার আহাজারি
কার বুকে কতো কষ্ট-কার বুকে কতো প্রেম-
কার বুকে কতো কতো ঝড়-
অশান্ত মনের ধূসর মেঘমালা থেকে—
শুধুই ঝরে ঝরে পড়ে
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়।
হৃদয়ের দুঃসহ ক্ষত-বিক্ষত, শিরায় শিরায়
অবিরত বয়ে চলে রক্তস্রোত
আর আমি চেয়ে চেয়ে থাকি
রিক্ত হাতে প্রেমমৃত্তিকা থেকে
অসীম শূন্যতার দিকে অবলীলায় ।

আরও পড়ুন আদ্যনাথ ঘোষের কবিতা-
কান্নার কৈলাসে
কবিতার জমিনে
স্মৃতিছায়া

 

নিরাশার মাঝে

চারিদিকে নিঃসীম নীরবতা
নেই কোনো উদ্দাম-উল্লাস
অন্তিম গোধূলি কাঁদে বিষণ্ণ বাতাসে
অবসাদের চিহ্ন ভাসে নিদ্রাহীন চোখে
রাতের মুহূর্তগুলো দীন ছায়ামাখা
অনন্ত বেদনায় বিপন্ন হৃদয় আকাশ
আছে উর্ধ্বশ্বাস
খিন্ন বাতাস।

হৃদয় কানন আজ নির্জীব-ধূসর
কামনার ফুলগুলো আশাহীনতায়
ভোরের সূর্যও কালোমেঘে ঢাকা
ভ্রমরের গুনগুন আজ দুরাশা।

তবুও প্রত্যাশায় বুক বেঁধে থাকা
কখন আসবে আশার ঝলকানো সূর্য
দূর হবে অন্ধকার
ভরে যাবে জীবনের পথ-প্রান্তর
স্মৃতিময় দিবসের কলকোলাহলে।

 

মঙ্গল প্রবাহে

ওই দূর আকাশের স্নিগ্ধ নীলিমায়
ভেসে বেড়ায়
আলোর ঝরনাধারা
উদাসী অভিমানে অনন্ত উন্মাদনায়
সাজায় প্রেমের বিতান।
মিলে যায় জীবনের আলোকসজ্জায়
অন্তিম শয়ানে ক্ষণমাত্রকালে।

শীতল ছায়ামাখা বনবীথিতলে
খেলার কলতানে উদাসীন দয়িতা
মাতোয়ারা প্রণয়ের শিহরণে।
তমসার কালস্রোতে ক্ষণিক ভেসে ওঠে
আলোকের প্রস্ফুট কোলাহল
সর্বদা জেগে থাকে মঙ্গল প্রবাহে
আশাবরি রাগের সুরলহরিতে
মহাকাল স্রোতে।

আরও পড়ুন কবিতা-
তিতাস নদীর পাড়ে
কবি ও কবিতা
বাংলার কৃষক
স্বর্গসুখ
দাঁড়িয়ে আছি ভুল দরজায়

 

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

প্রেমমৃত্তিকা

Facebook Comments Box

কবি ও প্রাবন্ধিক আদ্যনাথ ঘোষের স্কুল জীবন থেকেই লেখালেখির হাতেখড়ি। তিনি প্রতিনিয়ত কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখে চলেছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: আলোর রেখা, লাল নীল শাড়ির আঁচল, হৃদয়ে উতল হাওয়া, জন্মভূমি তুমি মাগো, আমি তোমাদেরই একজন, উত্তরের জানালা, ভোরের পাখি, স্বপ্নবালিকা, বিধিলিপি মন, একমুঠো স্বপ্নের রোদ্দুর, তৃষ্ণার পৃথিবী ছুঁয়ে, দূর জংলার গান। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের  অন্তর্গত  পদ্মার তীরবর্তী নিসর্গ সৌন্দর্যশোভিত গ্রাম হেমরাজপুরে ১৯৭৩ খিষ্টাব্দের ২রা জানুয়ারি জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি শিক্ষক হিসেবে পাবনা জেলা স্কুলে কর্মরত আছেন।

error: Content is protected !!