প্রশ্ন
কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

প্রশ্ন

প্রশ্ন

জাহাঙ্গীর পানু

দাঁড়িয়ে পদ্মার তীরে
তাকিয়ে দিগন্তে চৌহদ্দির দৃষ্টি সীমারেখায়
সাথে নিয়ে বুকেচাপা ব্যথার দীর্ঘ নিঃশ্বাস
পথহারা পাখিদের দিকবিদিক ছোটাছুটি
স্বাধীন উত্তাল তরঙ্গের পথচলার পানে চেয়ে
ভাবুক এ মনের গহীনে বিশাল এক প্রশ্ন উঁকি দেয়-
স্বাধীনতা পেয়েও আমরা কি স্বাধীন?
তবে কেন-
মাজলুম শোষিত নিপীড়িত মানুষের আর্তনাদ
চারিদিকে বুভুক্ষু মানুষের মিছিল ।
সু শিক্ষার অভাবে পথহারা নতুন প্রজন্ম
আজ মুঠোভিশনের জেলখানায় বন্দি।
গণতন্ত্রের মোড়কে স্বৈরতন্ত্রের অপশাসন
নতুন কৌশলে আবার নব্য হানাদারদের আগমন।
যত্রতত্র বুলেটের কি ব্যক্তিগত ব্যবহার!
ফিনকি দিয়ে রক্ত ঝরে, রক্তিম রাজপথ
মাটিতে লুটিয়ে পরে কত মায়ের স্বপ্নরথ।
বারংবার স্বদেশের মাটি কেঁপে ওঠে
ধর্ষিত নারীর আর্তচিৎকারে।
প্রতিবাদের নেই কোন উপায়!
কণ্ঠের স্বাধীনতা গলাটিপে ধরে অহর্নিশি
দূর্নীতির করাল গ্রাসে নিপতিত স্বদেশভুমি
মুক্তির আলোকবর্তিকা হাতে নিয়ে কেউ কি
প্রতিবাদের ঝান্ডা উড়াবে না?
রনাঙ্গনের শহীদ যোদ্ধাদের স্বপ্নমাখা আলোকজ্জ্বল
ভোর কি হবে না কখনো?
তবে কী বৃথাই যাবে লাখ শহীদের আত্মত্যাগ?
১১/০৭/২০২১ খ্রি.
Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!