পদ্মপারুর ইচ্ছা
কবিতা,  সাহিত্য

পদ্মপারুর ইচ্ছা

পদ্মপারুর ইচ্ছা
প্রদীপ্ত দেলোয়ার
ইচ্ছা আমি যখন-তখন যা খুশি তাই করি,
ইচ্ছাটাকে আটকাবে কে পায়ে বেঁধে দড়ি?
তাইতো আমি ইচ্ছা করি আকাশ-কুসুম স্বপ্ন
বিশ্ব সেরা ধন্য লোকে হবো আমি গণ্য।
লেখা-পড়ার চেষ্টা করি আড্ডাবাজির মাঝে,
আড্ডাবাজি বন্ধুর সাথে থাকি সকল কাজে।
পড়া-শুনার ইচ্ছা আমার মনে-প্রাণে বাজে,
সব সময়ই পড়াশুনা আমার কি আর সাজে?
ইচ্ছা নিয়ে শত লোকের শত শত বাণী।
কথায় কথায় সব লোকে কয়,
ইচ্ছা থাকলে হয় গো উপায়,
সব সময়ই সত্য কি হয় ?
ইচ্ছা আমার খুব মধুময়।
ইচ্ছারা সব রঙ্গীন হয় নিত্য নতুন সাজে,
হবো আমি শ্রেষ্ঠ গুণী বসুন্ধরার মাঝে।
ইচ্ছা যদি মনে জাগে হবো আমি কবি,
মনের মধ্যে ঘুর-পাক খায় নানা রকম ছবি।
হবো আমি ইঞ্জিনিয়ার — লালায়িত স্বপ্ন,
স্বপ্নটাকে পরিশ্রমে কে করবে যত্ন ?
বিজ্ঞানীতো হওয়াই উচিৎ- করবো গবেষণা,
ঘুমটাও তো মনের মাঝে করে আনাগোনা।
মনের মাঝে বাজে আবার হবো আমি পাইলট,
এতো প্ররিশ্রম করবে কে ভাই, মনে লাগে খট।
ডাক্তারি তো মহান পেশা, এ স্বপ্নও দেখি,
স্বপ্নটাকে বাধাই করে মনের মধ্যেই রাখি।
হরেক রকম ভাবনা আমার মাথার মধ্যে ঘোরে,
কোনটা রেখে কোনটা আমি, লাগাই আমার কাজে।
তাইতো আমি সব ইচ্ছা করছি মনে জমা,
কখন যেন ফাটবে আমার ইচ্ছা পারু বোমা।

প্রদীপ্ত দেলোয়ার, বোনকোলা কলেজ পাড়া, মানিকহাট, সুজানগর। 

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

পদ্মপারুর ইচ্ছা
Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা। তিনি ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!