নীল-রক্ত
কবিতা,  তাহমিনা খাতুন,  সাহিত্য

নীল রক্ত

নীল রক্ত

তাহমিনা খাতুন

 

শ্বেত বর্ণ মানব, রক্তের রং নাকি তার নীল
আজব কথা শুনে হাসে বুঝি বিশ্ব নিখিল।
রক্তের রং সেকি হয় কভু নীল?
শরীর চিড়িয়া দেখাক তবে, উন্মাদ বালখিল।

নির্মম আর নিষ্ঠুরতায় যাদের
ছিল না কোন জুড়ি,
জগত জুড়িয়া আজও কি তারাই
ঘোরাবে শক্তির ঘুড়ি?

বাদামী, পীত, কাল মানুষেরা ছিল
তাদের ক্রীতদাস,
তাদেরে দমিতে জগত জুড়িয়া
সাদারা চালাতো ত্রাস।

ফন্দি ফিকিরে দখল করিল
কতশত জনপদ,
সব সম্পদ লুটে নিয়ে গেল
শ্বেত রঙা হার্মাদ।

নীল রক্তের দাবী করে তারা
ভাবে নিজেদেরে শ্রেষ্ঠ,
তাদের আজব ভাবনাখানি যে
ছিল একেবারে ভ্রষ্ট।

নীল রক্তের দাবীদার যারা
তাদের ইতিহাস বলে,
দয়া মায়া হীন নিষ্ঠুরতা
করে তারা কৌশলে।

কলম্বাস যবে করিয়াছিল
আমেরিকা আবিষ্কার,
অতিথি ভাবিয়া আদিবাসী জন
করিল তারে কতই কদর!

নির্দয় নিষ্ঠুর কলম্বাস
এমনই বেঈমান,
ক্ষমতার বলে ধ্বংস করিল
তাদের জন্মস্থান!

কলম্বাসের তান্ডবে জীবন দিল
কত যে নিরীহ প্রাণ,
রেড ইন্ডিয়ানের অন্তরে আজও
বাজিছে দুখের গান।

আজও তারা ফিরে পায় নিকো
তাদের আপন ভূমি,
সেই তোমারেই সভ্য ভাবিছো
এমনই নিলাজ তুমি?

কাল মানুষেরে খাঁচায় পুড়িয়া
নিয়ে গেল জোর করে,
পিতা-মাতা, ভাই বোন
সব ফেলে গেল দুখের সাগর তীরে।

যে কাল মানুষের রক্তে, ঘামে
আজকের আমেরিকা,
সেই কাল মানুষেরে
আমেরিকা আজিও কেবলই দেয় যে ধোঁকা।

কাল মানুষের বাহুশক্তিতে আমেরিকা
আগাল কয়েক ধাপ,
জর্জ ফ্লয়েডের কন্ঠনালিতে তবু
আজিও বুটের চাপ।

বর্গী, দস্যু, হার্মাদ নামে
পরিচিত ছিল যারা,
আজিও দুনিয়া শাসন করিছে
সেই সব লুটেরারা!

দুনিয়া জুড়িয়া অশান্তির বীজ,
বপন করিল যারা,
শান্তির নামে অশান্তি কেন
আজিও বাড়ায় তারা?

নিষ্ঠুর, নির্দয় শ্বেত চর্ম,
দেখায় না কোন দয়া,
আজও মানুষ হেরিতেছে হায়,
দয়া মায়াহীন কায়া।

সারা দুনিয়ার সম্পদ লুটে গড়েছে
আপন দেশ
অন্য জাতিরে শোষণ করিতে
হ্য় না তাদের ক্লেশ।

পাহাড় কাটিয়া, বন উজাড়িয়া
প্রকৃতি করল নাশ
ধ্বংসের মরন খেলায় মাতিতে
সাদাদের উল্লাস!

বিলাস ব্যাসনে স্বার্থপরতায়
নাইকো যাদের জুড়ি
তারাই আবার আকাশে উড়ায়
মানবিকতার ঘুড়ি!

জগত জুড়িয়া শোষিত মানুষ
অবাক তাকিয়ে রয়
নীল রক্তের মানুষেরাই আজও
ধরনী করিছে লয়!

বিধাতা গড়িল ভুবন খানি
সব মানুষের তরে
সে কথা ভুলিয়া কেন তারা ভাবে
আমি নেব সব কেড়ে!

সময় এসেছে এবার তবে
সত্য কথা বলার।
টেনে খুলে ফেল মিথ্যা মুখোশ
এসব প্রতারনার!

নীল রক্তের দাবীদার যারা
বুঝুক এই সত্য
সবার শিরায় বহিছে জানিও
লাল রঙেরই রক্ত!

আরও পড়ুন কবিতা-
আনন্দের ধারা
বেদনার কূলে কূলে
মনের বীজতলা
ব্যবধান

 

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

নীল-রক্ত

Facebook Comments Box

তাহমিনা খাতুন একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব। তিনি ছড়া, কবিতা, গল্প, ভ্রমণকাহিনি এবং নারীর অধিকার নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখে থাকেন। পেশায় তিনি একজন আইনজীবী। তার পেশাগত জীবনে তিনি নারীদের আইনি সহায়তা প্রদান এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতেন। তাহমিনা খাতুন ১৯৫৭ খ্রিষ্টাব্দের ১লা মার্চ পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত আহম্মদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কাটে এই গ্রামেই।

error: Content is protected !!