নিমগ্ন-ভালোবাসার-বৃক্ষ
কবিতা,  জহুরা ইরা,  সাহিত্য

নিমগ্ন ভালোবাসার বৃক্ষ

নিমগ্ন ভালোবাসার বৃক্ষ

জহুরা ইরা

অমর জীবনের প্রত্যাশা নয়, ভালোবেসে অমর হবো
সাহারার শূন্যতা বুকে নিয়ে জোৎস্না ভেজা রাতে
গা ভেজানো রোদে তীর মাড়িয়ে মাঠ পেরিয়ে ছুটেছি অনেক।
শুদ্ধ ভালোবাসার দূর্ভিক্ষে ক্লান্ত হয়ে ডুবে গেছি
গহীন কালোর অন্তহীন গহ্বরে।
জীবনের ধূসর গোধুলি বেলায় হঠাৎ
মন ভেজানো বৃষ্টি হয়ে তুমি এলে
ভালোবেসে বন্দি করলে আমাকে
বললে ভালোবাসা দাও অমরত্ব দেবো।
যে বুকে ব্যবিলনের শূন্যোদ্যান-সেখানে জন্ম দিলে
আমাজানের দ্রাবিড় অরণ্য।
বিষণ্ন বুকের গভীরে জ্বালিয়ে দিলে হাজার তারার দীপাবলি
এখন তুমি চলে যেতে বললেই তো আমি যাব না।
আমার কাছে তোমার জন্য সঞ্চিত একটি পবিত্র ভোর
উদ্দেশ্য কথা বিনিময়-বিধেয় ভাবিনি কখনো।
তোমার প্রতিক্ষায় ক্ষয়ে ক্ষয়ে মহাতারকা থেকে হয়েছি ব্লাকহোল ।
তোমার উপেক্ষায় হিম হয়ে আসে রক্তের শ্বেতকণিকা ।
বন্ধ হয়ে আসে হৃৎপিন্ডের গলিপথ ।
তোমার সাথে বাকহীন একটি দিন-যেন কতো কতো আলোক বর্ষ ।
তোমার কণ্ঠস্বর ছাড়া আর কোনো ধ্বনি আমাকে দোলাবে না ।
তোমার ভালোবাসা ছাড়া এ কণ্ঠে ধ্বনিত হবে না-
প্রিয় কোনো কবিতার পংক্তিমালা।
তাই তুমি সরে যেতে বললেও আমি যাব না।
আমার দিকে চোখ তুলে দেখ
আমার চোখের তারা শুধু তোমারি পথ চেয়ে
আমার আদিগন্ত হাতড়িয়ে হাতড়িয়ে চোখ মেলে দেখেছি।
সেখানে তুমি ছাড়া আর কারো পদচিহ্ন নেই।
এখন আমাকে চলে যেতে বললেই আমি যেতে পারব না।
আমি প্রতি মুহূর্তে গভীরভাবে দেখব তোমাকে
তোমার হাতে হাত রেখে উষ্ণতা নেবো
তোমার চোখে চোখ রেখে খুঁজে দেখতে চাই
তোমার বেদনাভরা চোখের গভীরে কতো ব্যথা লুকিয়ে আছে।
তোমার বেদনাটুকু আপন বক্ষে ঠাঁই দিয়ে
তোমাকে বেদনামুক্ত করতে চাই।
হারিয়ে যেতে চাই তোমার উচ্ছ্বল অট্টহাসির কলরোলে ।
পাঠোদ্ধার করতে চাই তোমার না ছোঁয়া হৃদয়ের।
পরশমনি হাতের মুঠোয় নাইবা দিলে
প্রাণ খুলে অভিশাপ দিও যেন
তোমার সৃষ্টি হারিয়ে যাক-ধ্বংস হয়ে যাক
তার মনের গভীরে গজিয়ে উঠা নিমগ্ন ভালোবাসার বৃক্ষ।

আরও পড়ুন কবিতা- 
শ্বাশত বাণী
স্বপ্ন ও স্বাধীনতা
জলখেলা

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও  ইউটিউব চ্যানেলে

নিমগ্ন ভালোবাসার বৃক্ষ

Facebook Comments Box

জহুরা ইরা বাল্যকাল থেকেই কবিতা ও গল্প লিখে চলছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: স্মৃতির দরজায়, ঝরাপাতা, নিমগ্ন ভালোবাসার বৃক্ষ; উপন্যাস: সায়াহ্ন সমীরণ। তিনি ১৯৬২ সালের ২৪ মে, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!