নবতান
নবতান
একটি বছর পার করে আবার এসেছে বৈশাখ,
চারদিকেতে বাজছে বুঝি তাই, আনন্দেরই শাঁখ।
ঢোল বাজে, সানাই বাজে, বাজে মোহন বাঁশি
সেই সঙ্গে আরো বাজে, সবার হাতের কাঁসি।
বছরের আজ প্রথম ক্ষণে, এই কামনা করি,
শান্তি বারি ঝরে পড়ুক, সারা ভুবন ভরি।
বছরের সব পঙ্কিলতা ধুয়ে মুছে যাক
অমিয় ধারা দিয়ে আবার, জগতকে ভরাক।
আসুক নেমে ধরনীতে, সোনালী এক ভোর,
ঘরে ঘরে বাঁধুক সবাই ভালবাসার ডোর।
দূর করে দিক আবর্জনা, দূর হোক সব পাঁক,
পাহাড়, নদী, বন-বনানী জীবন ফিরে পাক।
কালবোশেখীর রুদ্র রোষে অশান্তি হোক দূর,
মধুর মায়ায় সবার জীবন করুক সে ভরপুর।
জগতে আজ হয় যেন এক নতুন সূর্যোদয়,
‘বোশেখ’ আজি দূর করে দিক সকল শংকা, ভয়।
এই কামনা করি সবাই,কাটুক অন্ধকার
সব অভিশাপ মুক্ত হোক ধরনী এবার।
প্রাণের মেলায় আসুক সবাই, হাসিতে আনন্দে,
জীবন আবার ভরে উঠুক আপন আলোর ছন্দে।
বেলী ফুলের মালায় নারী, খোঁপাটি সাজাক,
গন্ধরাজ আর রজনীগন্ধা, সুবাস তার ছড়াক।
পাখ-পাখালি আর শিশুর গানে ভরে উঠুক ধরা,
রাজহংস আর ময়ুর যেন ছন্দে ভরায় চরা।
শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ায় রাঙুক সবার মন,
স্বার্থকতা পায় যেন আজ সবার আয়োজ।
লাল গোলাপের শুভেচ্ছায় ভরিয়ে তুলি তারে,
ফিরে ফিরে আসুক সে আজ সবারই অন্তরে।
সবার মনের দুঃখ, গ্লানি মুছে দিক বৈশাখ
সবাইরে সে দিয়ে যাক আজ, ভালবাসার ডাক।
ভাল থাকে সবাই যেন, সকল ভাই ও বোন
নব বর্ষে সবার তরে শুভ সম্ভাষন!!
আরও পড়ুন কবিতা-
নারী
প্রকৃতির মাঝে সুখ খুঁজি
প্রেমের প্রয়াণ
শূন্যতা
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
নবতান