নবতান
কবিতা,  তাহমিনা খাতুন,  সাহিত্য

নবতান

নবতান

তাহমিনা খাতুন

 

একটি বছর পার করে আবার এসেছে বৈশাখ,
চারদিকেতে বাজছে বুঝি তাই, আনন্দেরই শাঁখ।

ঢোল বাজে, সানাই বাজে, বাজে মোহন বাঁশি
সেই সঙ্গে আরো বাজে, সবার হাতের কাঁসি।

বছরের আজ প্রথম ক্ষণে, এই কামনা করি,
শান্তি বারি ঝরে পড়ুক, সারা ভুবন ভরি।

বছরের সব পঙ্কিলতা ধুয়ে মুছে যাক
অমিয় ধারা দিয়ে আবার, জগতকে ভরাক।

আসুক নেমে ধরনীতে, সোনালী এক ভোর,
ঘরে ঘরে বাঁধুক সবাই ভালবাসার ডোর।

দূর করে দিক আবর্জনা, দূর হোক সব পাঁক,
পাহাড়, নদী, বন-বনানী জীবন ফিরে পাক।

কালবোশেখীর রুদ্র রোষে অশান্তি হোক দূর,
মধুর মায়ায় সবার জীবন করুক সে ভরপুর।

জগতে আজ হয় যেন এক নতুন সূর্যোদয়,
‘বোশেখ’ আজি দূর করে দিক সকল শংকা, ভয়।

এই কামনা করি সবাই,কাটুক অন্ধকার
সব অভিশাপ মুক্ত হোক ধরনী এবার।

প্রাণের মেলায় আসুক সবাই, হাসিতে আনন্দে,
জীবন আবার ভরে উঠুক আপন আলোর ছন্দে।

বেলী ফুলের মালায় নারী, খোঁপাটি সাজাক,
গন্ধরাজ আর রজনীগন্ধা, সুবাস তার ছড়াক।

পাখ-পাখালি আর শিশুর গানে ভরে উঠুক ধরা,
রাজহংস আর ময়ুর যেন ছন্দে ভরায় চরা।

শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ায় রাঙুক সবার মন,
স্বার্থকতা পায় যেন আজ সবার আয়োজ।

লাল গোলাপের শুভেচ্ছায় ভরিয়ে তুলি তারে,
ফিরে ফিরে আসুক সে আজ সবারই অন্তরে।

সবার মনের দুঃখ, গ্লানি মুছে দিক বৈশাখ
সবাইরে সে দিয়ে যাক আজ, ভালবাসার ডাক।

ভাল থাকে সবাই যেন, সকল ভাই ও বোন
নব বর্ষে সবার তরে শুভ সম্ভাষন!!

আরও পড়ুন কবিতা-
নারী
প্রকৃতির মাঝে সুখ খুঁজি
প্রেমের প্রয়াণ
শূন্যতা

 

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

নবতান

Facebook Comments Box

তাহমিনা খাতুন একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব। তিনি ছড়া, কবিতা, গল্প, ভ্রমণকাহিনি এবং নারীর অধিকার নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখে থাকেন। পেশায় তিনি একজন আইনজীবী। তার পেশাগত জীবনে তিনি নারীদের আইনি সহায়তা প্রদান এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতেন। তাহমিনা খাতুন ১৯৫৭ খ্রিষ্টাব্দের ১লা মার্চ পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত আহম্মদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কাটে এই গ্রামেই।

error: Content is protected !!