দুর্বিনীত পুত্রগণের প্রতি
দুর্বিনীত পুত্রগণের প্রতি
হে পুত্রগণ! পৃথিবীর বলদর্পী পুত্রগণ
হিংস্র, নিষ্ঠুর, অহমিকায় অন্ধ পুত্রগণ।
অমিত বিক্রমে, দাম্ভিক পদভারে কাঁপাও মেদিনী
জলে, স্থলে, অন্তরীক্ষে তোমার অবাধ, সদর্প বিচরণ,
পুরুষ তুমি, আপন শক্তিমত্ততায় বিভোর
ধরনীর বুকে কেহ নাই সমকক্ষ তোমার।
কর তুমি তাই যাহা সাধ জাগে
কেহ নাহি পারে নিবারিতে তোমায়,
হে পুত্রগণ! কেহ নাহি জগতের পরে দমিতে তোমায়
ক্ষমতা তোমার অসীম, প্রদর্শিছ তাহা অবিরাম
জগত দেখিছে তোমার উল্লম্ফন, প্রতিক্ষণে, প্রতিটি প্রহরে।
ধরনীর বুকে হেরিতে তোমার বিক্রম
দর্শক বানায়েছ নিজ মাতায়,
যাহার জঠরে লভেছিলে ঠাঁই নয়টি মাসের তরে
যাহার উদরে লভি আশ্রয়, বাড়িয়াছ দিনে দিনে
শোনিত নিঙাড়ি গড়িয়াছ আপন অবয়ব খানি।
তোমারে জনম দিল মা কঠিন বেদনা সহি
ভ্রক্ষেপ করিল না, আপন প্রাণ খানি সঁপিতে তোমার তরে,
পুত্ররেই ঊর্ধ্বে দিল স্থান, কন্যারে নয়
স্তন্য দানে মিটাইল ক্ষুধা।
জনম লভিলে যবে নিষ্ঠুর ধরায়।
পরম মমতায় লইল বক্ষ পরে, কত না যতনে
ললাট চুমিয়া দিল আশ্রয়, আপন অঞ্চল পরে।
তিল তিল যতনে বাড়িয়াছ, মাতৃ ক্রোড়ে
আপনি অভূক্ত রহি ভরাইল উদর খানি তব, মাতা মায়াময়ী।
স্নেহ সুধায় ভরা মাতৃহস্ত খানি ধরি
রাখিয়াছ প্রথম কদম অবনী পরে।
জননী পরম আদরে দিল তুলি তব পাতে সুস্বাদু আহার্যগুলি
বঞ্চিয়া ভগ্নীরে তোমার
যার মুখে শুনি প্রথম বচন, সম্ভাষিছ অপরে।
মা, মাতৃজাতি, সর্বংসহা ধরিত্রী যেমন
সবটুকু ত্যাগি আপন সত্বারে তার, গরিয়াছে তোমায়।
তারেই তুমি আজি কর অপমান
যবে তুমি হইয়াছ আত্মনির্ভর, পক্ষ করিয়াছ আপন জননীরে।
আপন ভগ্নীরে নাহি কর ক্ষমা, করিতে লাঞ্ছনা
হিংস্র হায়না রুপে হানা দাও সেই মাতৃজাতে।
অবদমনের জিঘাংসা কেন, মায়ের জাতিরে তব?
হে পুত্রগণ! সম্বিতে ফির, এই বেলা
যাচ ক্ষমা, মায়ের জাতির তরে
বিনাশ কর কুটিল আকাঙ্খারে
দমিতে আপন মাতৃজাতে, আপন ভগিনী কূলে।
সৃজিল বিধাতা আপন মহিমায় মাতৃ জাতিরে
করিতে তোমায় কৃপা,
ভুলিয়াছ বিধাতার সে আশিস
যবে বাড়িয়াছ অর্ধ মানব হয়ে।
পূর্ণমানব হও, সন্মানে ভূষিত কর মায়ের জাতিরে
নহিলে, না পাইবে ক্ষমা বিধাতার তরে,
দংশিবে আপন বিবেক খানি বৃশ্চিকসম
যদি আজো তার কিছু থাকে বাকি
নতুবা পুড়িবে হৃদয় অনলে।
আরও পড়ুন কবিতা-
হেমন্তের বিকেল
সাদা মন
স্মৃতিছায়া
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
দুর্বিনীত পুত্রগণের প্রতি