তোমার প্রতীক্ষায়
তোমার প্রতীক্ষায়
আজ বছর সাতেক তোমার সাথে আমার দেখা নেই
শেষ দেখাটা বেশ মুধুর ছিল,
লাল আঁচল শাড়িতে প্রিয় ছোট্ট কালো টিপ
কাজল চোখ আর হালকা লিপস্টিকে চিকন ঠোঁটে এলোকেশে
প্যাঁচানো রজনীগন্ধার খোঁপায় দারুণ লাগছিল তোমায়।
এক জেলাতে বাস করেও যেন
আজ তুমি কত দূরে!
শেষ কথাটাও বছর তিনেক আগে
অপরিচিত নাম্বার থেকে ‘হ্যালো’ বলে
দু’মিনিটের আলাপনে-
কেমন আছ, কোথায় কী করছ?
বউ বাচ্চা নিয়ে আছ তো বেশ!
সহসাই আমার প্রশ্ন,
তুমি কেমন আছ, হঠাৎ এতদিন পর?
তোমার ছেলেটা কেমন আছে?
কোন ক্লাসে এখন?
তোমার স্কুল কেমন চলছে?
নিরুত্তর নিঃশব্দ দীর্ঘশ্বাস
আছি বেশ চলে যাচ্ছে!
ঠিক আছে ভালো থেক
সম্ভব হলে ফোন দিব আর একদিন!
সেই দিনটি আজও আসেনি আর,
কোনো নতুন নাম্বার থেকে ফোন আসলেই
চমকিত রিসিভ করি যদি তুমি হও,
তোমার শেষ কথা বলা নাম্বারটা
অজান্তে প্রতিদিনই দু’একবার ডায়াল করি
সেই চিরায়িত কথা,
দুঃখিত, কাঙ্খিত নাম্বারে এই মুহুর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না!
বড় অভিমানী তুমি,
ভীরু ভয় কাঁচা জীবন অল্প বুদ্ধিতে তোমাকে নিজের করে
পাবার দুঃসাহস আমার তখন ছিল না,
আর সেটাই ছিল নিয়তি!
চলে গেলে তুমি, হারিয়ে গেল আমার প্রেম!
হয়ে গেলাম প্রতারক!
পেন্ডুলামের মতো জীবনটা দুলতে দুলতে
আজ ভীষণ ক্লান্ত আমি!
সমাজ সংসার জীবনের পালাবদলে কত কিছুর নতুনত্ব,
সংসার জীবনের অনুনয় অনুযোগ অভিমান
সবকিছু ছোট্ট বুকে লালন করি বড়ো বিশাল দায়িত্ব নিয়ে।
কৈশোর যৌবন পেরিয়ে মধ্যবয়স্ক ভাব
তবুও মন মস্তিষ্কে আকস্মিক চলে আসো তুমি,
কত কথা, শত স্মৃতি ব্যথায় ব্যাকুল হই,
অসার হয়ে আসে আমার অস্থিমজ্জা,
শিরায় কোষে বয়ে যায় প্রেম-
আমি পাগল হই
নিঃশব্দ চিৎকার করি এই আমি!
আজও অতি সংগোপন ভাবনায় তোমার প্রতীক্ষায়
লাল পাড়ের শাড়ি, কালো কেশে রজনীগন্ধার খোঁপা,
প্রিয় ছোট্ট কালো টিপে আর একটি বার এসে দাঁড়াও
আমার ভাবনা চাওয়ার প্ল্যাটফর্মে দেখ
আমি দাঁড়িয়ে আছি তোমার প্রতীক্ষায়!
আরও পড়ুন কবিতা-
প্রেম ও নির্জনতা
দহন
অসমাপ্ত অধ্যায়
ফেলানী
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে
তোমার প্রতীক্ষায়