তোমাকে-পাইনি-বলে
কবিতা,  পথিক জামান,  সাহিত্য

তোমাকে পাইনি বলে

তোমাকে পাইনি বলে

পথিক জামান

 

তোমাকে পাইনি বলে আমার
দুঃখে ভরা প্রাণ,
তাইতো আমি সবখানে গাই
দুঃখে ভরা গান।

তোমাকে পাইনি বলে আমার
মনে অনেক জ্বালা,
তুমি ছাড়া আমার গলায়
কে পরাবে মালা?

একুশ বছর পড়ে আছি
তোমার প্রেমের ফাঁদে,
তাই নিশিতে পরাণ আমার
গভীর ব্যথায় কাঁদে।

মুক্তি পেতে যতই আমি
করি না কেন ফন্দি,
শেষ দেখি আমার সকল
তোমার প্রেমেই বন্দী।

জানি আমি কোনদিন আর
তোমায় পাব না,
তবু কেন তোমায় নিয়ে
এত ভাবনা?

এমনি করে তোমায় নিয়ে
হয়তো আরো ভাববো,
তোমায় নিয়ে হয়তো আরো
লিখবো প্রেমের কাব্য।

তোমায় নিয়ে ভাবি আমি
সকাল দুপুর রাতে,
বুকের ব্যথা বাড়ে শুধু
লাভ হয় না তাতে।

নামটা তোমার দোলে আমার
গভীর হৃদয় মাঝে,
নামটা তোমার প্রেরণা দেয়
আমার সকল কাজে।

তোমায় পাইনি বলে
আমার অনেক বড় ক্ষতি,
তুমি আমার চলার শক্তি,
তুমিই চলার জ্যোতি।

তুমি যদি এই জীবনে
হতে আমার সঙ্গী,
হয়তো আমার বদলে যেতো
চলা ফেরার ভঙ্গি।

তোমায় আমি ভুলবো নাকো
রেখ এ বিশ্বাস,
ভুলবো নাকো যতদিন
চলবে এ নিঃশ্বাস।

তোমায় পাইনি বলে প্রাণে
বাজে দুখের বাঁশি,
তাই তো ছুটে বারে বারে
তোমার কাছে আসি।

আমার আশার মৃত্যু হবে
এরূপ যদি ভাবি,
ছুঁড়ে মারতে ইচ্ছা করে
সকল ঘরের চাবি।

কথা বলতে ইচ্ছা করে
সকাল বিকাল ফোনে
কথা বলতে ইচ্ছা হলেও
সাহস পাই না মনে।

আবার ভাবি তোমার যদি
কোন ক্ষতি হয়,
তোমার ক্ষতি কোন মতেই
চাইব না নিশ্চয়।

এই ভয়েতে তোমার কাছে
ফোন করি কম কম,
তোমার ক্ষতি কোন মতেই
মানবো না একদম।

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

তোমাকে পাইনি বলে

Facebook Comments Box

পথিক জামান মূলত একজন কবি। প্রকাশিত কাব্যগ্রন্থ: প্রেমের পরশ, শ্যামলী রানী। তিনি ১৯৬৮ খ্রিষ্টাব্দের ৩০শে অক্টোবর পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!