তুমি-কাঁদিতেছ-কেন
কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

তুমি কাঁদিতেছ কেন, অযাচিত অহমিকা

তুমি কাঁদিতেছ কেন?

জাহাঙ্গীর পানু

 

শীতকালে এমন বৃষ্টি দেখিনি কখনো!
ব্যথিত হৃদয়ে তুমি কাঁদিতেছ কেন?
নেই বৈশাখের ইশান কোণের নিকষ কালো মেঘ
নেই আষাঢ়ের কালো মেঘের ঘনঘটা
তবে কেন তোমার চোখে ঝরছে বারিধারা।

হঠাৎ সঙ্গীহারা কোনো যুবতীর আর্তনাদের মতো
ঝড়ে ক্ষতিগ্রস্থ নীড়হারা আশ্রয়হীন পাখির মতো
যেমন কাঁদে ব্যর্থ প্রেমিকের বিধ্বস্ত হৃদয় ;
অনেক জমানো কথা না বলার অভিযোগে-
আশাহত পৌষ তুমি কাঁদিতেছ কেন?

নেই নদীর উত্তাল তরঙ্গের প্রথাগত আস্ফালন
নেই শ্রাবণের বিরামহীন বারিধারার প্রচণ্ড ঢল
নেই নদী স্রোতের তোরে নদীভাঙা কোনো জনপদ
তবে কেনো নদীগর্ভে সব হারানো রমণীর মতো-
নির্লীপ্ত মাঘ তুমি কাঁদিতেছ কেন?

নেই দখলদার কোনো রাজার রক্তচক্ষুর চোখ রাঙানি
নেই কোনো মায়ের মুখের ধ্বনি উচ্চারণের প্রতিবন্ধকতা
নেই ভাদ্রের রুদ্র মেঘের কোনো তর্জন গর্জন
তবে কেনো সন্তান হারা বাংলা মায়ের মতো-
প্রেয়সী ফাল্গুন তুমি কাঁদিতেছ কেন?

আরও পড়ুন জাহাঙ্গীর পানুর-
অন্ধকারের জ্যোতি
স্বপ্ন সারথি
শ্বাশত বাণী
অযাচিত অহমিকা
ক্ষণকাল দূরে দৃষ্টি পরিসীমায় দাড়িয়ে
অভুক্ত হৃদয়ে সুনিপুণ কোনো কারুকাজের দিকে
দৃষ্টিপাত ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে স্মৃতির পাতা আওড়ানো।
চৈত্রের কোনো এক রাতে তৃতীয়া তিথীর ধনুকের চাঁদের আবছা আলোয় এসে বলেছিলে-
একদিন দেখা হবে সোনালী ধানের ক্ষেতে
মেঠোপথের পানে,
সহসাই উঠবে হেসে সোনালি সূর্য
রুপালি মাছের সাথে হবে আলিঙ্গন
পদ্মাপাড়ের ডুবো চরে।
বালুকাবেলায় রঙিন ঘুরি উড়ায়ে দিনাতিপাত যাবে
সুখের তরী ভাসিয়ে।
একদিন দেখা হবে কোনো এক কংক্রিটের শহরে
বিলেতের মতো সুউচ্চ দালানকোঠা আর সুপ্রশস্থ ইট পাথরের পথের বাঁকে।
কথা হবে সুশিক্ষার আলোয় আলেকিত সমাজের চূড়ায় দাঁড়িয়ে
আলাপচারিতার বিষয় হবে সফলতার সোপান,
অভাব অভিযোগের বিষয় সে-তো দুঃস্বপ্নের অতীত
মৌলিক অধিকারের প্রশ্নে থাকবে তুমি আপোষহীন।
নিজ স্বার্থে কখনও ভুলবে না মানবসেবার গিরিপথ
মানবতার সেবা আর সুশাসনে অতিবাহিত হবে
নিজের জীবন যৌবনের রঙ।
সেসব প্রতিশ্রুতি ভুলে গিয়ে –
অযাচিত অহমিকায় আপন দৈহিক সৌন্দর্য আর
নিজস্ব পরিমণ্ডলে স্বার্থ বিকাশে হয়েছ আজ তুমি নিঃশেষে বিলীন।
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে
Facebook Comments Box

কবি জাহাঙ্গীর পানু একজন বহুমাত্রিক লেখক, যাঁর লেখালেখির মধ্যে নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নেই। তিনি যে সময় যেটি প্রাসঙ্গিক মনে করেন এবং যেটি তাঁকে আকৃষ্ট করে, সেই বিষয়েই লেখেন। তাঁর রচনাগুলোর মধ্যে গ্রামীণ জীবনের সৌন্দর্য, সংস্কৃতির বৈচিত্র্য এবং মানুষের অন্তর্নিহিত অনুভূতিগুলো ফুটে ওঠে। এছাড়াও, তিনি নিয়মিত 'আমাদের সুজানগর' ওয়েব ম্যাগাজিনে লেখেন, যেখানে তাঁর বিভিন্ন ধরনের লেখা প্রকাশিত হয়। তিনি ১৯৭৭ খ্রিষ্টাব্দে পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের অন্তর্গত উলাট গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!