তিলোত্তমা বাংলাদেশ
তিলোত্তমা বাংলাদেশ
জাহাঙ্গীর পানু
বাংলাদেশ।
আমার তিলোত্তমা বাংলাদেশ।
জেনেছি তোমার বাড়ন্ত অঙ্গটাকে ধ্বংস করেছিল বৃটিশ।
পলাশীর প্রান্তরে সেদিন মুখ থুবড়ে পড়েছিল
তোমার শৈশবের উঠন্ত শরীর।
কিন্তু সুপ্ত ভ্রুণটাকে ধ্বংস করতে পারেনি কেউ
বারবার তোমার দেহের উপর দিয়ে বয়ে গেছে
কত ঝড়-ঝঞ্ঝা।
শত ঝড়-ঝঞ্ঝা আর হাজার আগাছায় মধ্যেও
তুমি ক্রমান্বয়ে বেড়ে উঠেছ।
বৃটিশ বেনিয়াদের গোলার আঘাতে জর্জরিত
তোমার পরিধেয় বাঁশের কেল্লা।
রাজনীতির কুটকৌশলে দ্বি বঙ্গে দ্বিখন্ডিত তোমার দেহ।
পশ্চিমের শোষনে নিষ্পেষিত তোমার সৌন্দর্য।
তারপরও তুমি যখন যৌবনে পদার্পন করলে
শাখা প্রশাখায় ভরে উঠলো তোমার প্রতিটি অংগ
তখন শেষবারের মতো আসলো তোমার
উপরে প্রচন্ড আঘাত।
বাঙালিরাও শেষবারের মতো বিদ্রোহী হয়ে উঠলো
তোমাকে রক্ষা করবে বলে
চারিদিকে অস্ত্রের ঝনঝনানি, বারুদের গন্ধ
আকাশ বাতাস ভারী করেছে তোমার কান্না।
চোখের জল পদ্মা মেঘনা যমুনা আর ব্রহ্মপুত্রের
জলরাশিতে মিশে হয়েছে একাকার।
হাজারো দমন পীড়ন আর লাখো শহীদের –
আত্মাহুতির বিনিময়ে তুমি পেয়েছো ;
পুর্ণাঙ্গ অবয়বে স্বাধীন দেশ।
তুমি বাংলাদেশ,
তিল তিল করে গড়ে ওঠা আমার প্রিয়
তিলোত্তমা বাংলাদেশ।
আরও পড়ুন কবিতা-
কেশবতী প্রিয়ংগনা
সন্ধ্যা নামার আগে
কাঁচা আমের যাদুর খেলা
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে