ঢাকা-শহর; amadersujanagar.com
কবিতা,  তাহমিনা খাতুন,  সাহিত্য

ঢাকা শহর

ঢাকা শহর

তাহমিনা খাতুন

 

অনেক বছর আগে!
নিয়াছিনু ঠাঁই এই শহরে,
অনেক ভালোবেসে!

দেখেছিনু সমাহিত, শান্ত রূপটি তাহার!
সে রূপে মুগ্ধ হয়েছিনু,
মন হয়েছিল বিভোর আমার!
গভীর এক ভাল লাগায় আত্মহারা হয়েছিল হৃদয়ের কূল!

শান্ত, স্নিগ্ধ পল্লী শ্রী বিরাজিত, ভাল লাগার শহরে!
মন ভরিয়া দিত আম, জাম আর কাঁঠালের ছায়া!
ভোরের পাখির কাকলী কুজন, কেবলই বাড়াতো মায়া!

পথ চলতি কুড়ায়েছি ঝরা বকুল,
হাতে নিয়ে লভিয়াছি স্নিগ্ধ সুরভী তাহার!
হেরিতাম বাদল দিনে কেতকি, কদম মোর বাতায়নে বসি
সাঁঝের মায়ায় ডাহুকের ডাক কানেতে আসিত ভাসি!

কোথায় হারালো আমার সেই ভালোবাসার শহর?
বুঝি সে পথ হারায়েছে উড়াল সড়কে!
আকাশ ছুঁয়েছে অট্টালিকার সারি!
আড়াল করিয়াছে অসীম নীলাকাশ!
দেখিতে পাই না তাহার গভীর নীলিমা!
আড়াল করিয়াছে হেরিতে পূর্ণ চন্দ্রের মায়াবী রুপ রাশি পরান ভরিয়া!
অথবা রাতের তারা ভরা আকাশ অপার পুলকে!
দেখিতে পাই শুধু, কালো আর কালো ধোঁয়ার কালিমা!

কোথায় হারায়েছে যেন, বুড়িগঙ্গা আর শীতলক্ষার ঢেউয়ের মালা!
তুরাগের বুক চিড়ে ছোটে না আর পাল তোলা নাও!
স্রোতস্বিনী বালু নদী আজ ধুধু বালুচর!
বুক হতে তার উধাও পানশি!
ডিঙি হতে কানে নাহি আসে ভাসি ভাটিয়ালির সুর! করিতে উন্মন!

খালের বুকে আর ডুব নাহি দেয় পানকৌড়ির দল!
ছিপ হাতে নাহি বসে মীন শিকারীর দল! নিস্তব্ধ দুপুরে!
উঁকি দেয় নাকো নারকেল কিংবা সুপুরির ডাল!
আজ সেথা মাথা তোলে লজ্জাহীন ভাবে!

লাল,নীল আর হলুদ দালানের সারি!
নাহি খাল, নাহি বিল! শুষ্ক চারিধার!
খাঁ খাঁ রোদ্দুর ধাঁধায় প্রকৃতি!
নাহিকো কৃষ্ণচূড়া অথবা জারুলের শোভা!
মিটাইতে আঁখির তৃষা!

ঢাকা বুঝি আজি হইয়াছে! কবি গুরুর ক্ষুধিত পাষাণ!
ঢাকাবাসী হইয়াছে আখতারুজ্জামানের ‘চিলেকোঠার সেপাই!
যেথায় নাহি আনন্দ, নাই কোলাহল! নাহিকো প্রাণের ছোঁয়া!

যান্ত্রিক শহরবাসী! হইয়াছে যান্ত্রিক ততোধিক!
করে নাকো ভাবের আদান প্রদান!
চেনে নাকো দ্বারের পাশের পড়শীরে তার!
আপনারে লয়ে ব্যস্ত আপনি সদাই!

ভুলিয়া গিয়াছে বুঝি মানুষ তাহারা!
নহে কাগজ কিংবা কাঠের পুতুল!
বন্দী খাঁচায় যেন পাখির জীবন!
ছটফটিয়া মরে যেন ওড়ার আকুলতায়!

অর্গল খুলিয়া দাও! খাঁচায় বন্দী মানুষ রুপী বিহঙ্গের দল!
নিঃশেষ করিও না সঞ্জীবনী সুধা!
ধুঁকিয়া ধুঁকিয়া ইট, কাঠ আর পাথরের ভীড়ে!

শ্বাস নাও মুক্ত হাওয়ায়! ভরিয়া পরান!
সাথে নাও গোলাপের ঘ্রাণ! প্রাণ উজাড় করি!

আরও পড়ুন কবিতা-
বেদনার দান
দেশের মাটি
লিপিকার আমিই তোমার

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

ঢাকা শহর

Facebook Comments Box

তাহমিনা খাতুন একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব। তিনি ছড়া, কবিতা, গল্প, ভ্রমণকাহিনি এবং নারীর অধিকার নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখে থাকেন। পেশায় তিনি একজন আইনজীবী। তার পেশাগত জীবনে তিনি নারীদের আইনি সহায়তা প্রদান এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতেন। তাহমিনা খাতুন ১৯৫৭ খ্রিষ্টাব্দের ১লা মার্চ পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত আহম্মদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কাটে এই গ্রামেই।

error: Content is protected !!