জীবন বোধ, চিলেকোঠা
জীবন বোধ
গভীর নিশীথে
তন্দ্ৰাহত নয়নে নেই ঘুম–
জানালার ফাঁকে দেখি নিঃশব্দ আকাশ
জোছনার কোলে শীতের শিশির
কাঁঠালের ডালে পাখির ডাকাডাকি
শিউলির ঘ্রাণে জীবনের ঘ্রাণ,
আমিও চেয়ে থাকি অপলক চোখে
বাইরের আকাশে।
তন্দ্ৰাহত নয়নে নেই ঘুম
নির্জন মাঠে, আমার মনের জীর্ণ কুটিরে
জোছনার আলোরা খেলে শান্ত বাতাসে।
মনের আকাশে শিশির ঝরিয়ে
রোদেরা হাসে
সকালের মেঠোফুলে।
তোমায় পেয়েছিলাম একদিন
সবুজ ক্ষেতের মাঝে, রূপালি বিকেলে
গোধূলি বিভায়, কৃষ্ণচূড়ার তলে।
আমার প্রতীক্ষায়
হয়তো আজো দাঁড়িয়ে তুমি
এই অবেলায়–
বিশ্বাসের বোধোদয়ে।
তবে কি আজো আমাদের অব্যক্ত ভালোবাসা
পথ চলে ছায়াঘন তরুর পথে
হাতে হাত রেখে?
এখনো ক শুনি হৃদয়ে কান পেতে
জোছনার সাথে শিশিরের মাখামাখি?
নীলাকাশের নীল নীল হাসি?
ভাবি, এভাবেই কেটে যাবে হয়তো
আমার জীবন বেলা
তোমায় ভেবে।
মনের জীর্ণ কুটির
হয়তো একদিন ভরে যাবে
সময়ের সুবাতাসে, নবান্নের ফসলে,
হয়তো স্মৃতি হয়ে রবে সেই পথ
পথের রেখাচিহ্ন,
তবুও রবে তুমি ছায়া হয়ে
হৃদয় গভীর
বিশ্বাসের বোধোদয়ে।
আরও পড়ুন কবি পূর্ণিমা হকের কবিতা-
অষ্টাদশী মন
সম্পর্ক
ভেতরবাড়ির মাঠ
চিলেকোঠা
হৃদয়ের চিলেকোঠায়
আষাঢ়ের ঢল নামে
ভেসে যায় স্বপ্নের বীজ,
নীলার্ত বাতাসের তোড়ে
নড়ে ওঠে সবুজ ফসল।
কার্তিকের পাখিরা খোঁজে
নবান্নের ঘ্রাণ,
আশার আকাশে ওড়ে
ভাসা ভাসা তুলোবীজ,
মনোকাশ পুড়ে মরে–
হৃদয়ের দীপশিখায়।
অমানিশার অন্ধকারে
অনল স্রোতে
শিখার মতো জ্বলে অনুতাপ
মনের গহিনে।
অতঃপর রাত্রির ঝড়ো হাওয়া শেষে
শীতের সকালের রোদ।
আরও পড়ুন কবিতা-
ভালোবাসার পর্ব
অবহেলার বৃত্তে
বিরঞ্জনা
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে
জীবন বোধ