জয়-বাংলা-জয়
মোহাম্মদ সেলিমুজ্জামান,  সাহিত্য

জয় বাংলা জয়, বঙ্গমাতা

জয় বাংলা জয়

মোহাম্মদ সেলিমুজ্জামান

 

পিতা তোমায় ভালো লাগে
দেখতে মুজিব কোটে।
কি চমৎকার দেখায় তোমার
রাখলে পাইপ ঠোঁটে!

কালো ফ্রেমের চশমা তোমায়
মানায় ভালো বেশ
পাজামা আর পান্জাবিতে-ই
এলো বাংলাদেশ।

তোমার চুলের উল্টো ভাজে
জানায় ‘ডোন্ট কেয়ার।’
শত্রু তোরা অনেক করেছিস
এবার বাংলা ছাড়।

তোমার কথা ভালো লাগে
‘মুক্তির সংগ্রাম’
আগুল তুলে দেখিয়ে দিলে
স্বাধীনতা তার নাম।

আকাশ ছোঁয়া তর্জনীতে
শত্রু পেল ভয়।
বিশ্ববাসি দেখলো বসে
বাংলা স্বাধীন হয়।

বীর বাঙালি আওয়াজ দিলো
শেখ মুজিবের জয়
বাংলাদেশ স্বাধীন হলো
জয় বাংলার জয়।

আরও পড়ুন মোহাম্মদ সেলিমুজ্জামানের কবিতা-
রক্তে স্বাধীনতার নেশা
উইপোকাদের ঘরবসতি

 

বঙ্গমাতা

ঠিকানা আমার বঙ্গবন্ধু
জয় বাংলা ঘর
বাংলাদেশের কোনো মানুষ
কখনও ভাবেনি পর।

বাংলার মানুষ এক পরিবার
কর্তী বঙ্গমাতা
এই পরিবার রেখেছো যতনে
বন্দি যখন পিতা।

এই বাংলা করতে স্বাধীন
জীবন রেখেছো বাজি
লক্ষ প্রাণের বিনিময়ে
দেশ পেয়েছি আজি।

নির্যাতিত লক্ষ নারীর
ডাকলে বীরাঙ্গনা
বাংলার মানুষ কোনোদিন-ই
তােমাদের ভুলবে না।

যুদ্ধ শিশুর পিতার নাম
লিখলে শেখ মুজিব
সকল মানুষ দাঁড়িয়ে তখন
হয়েছিল র্নিজীব।

তুমি-ই মোদের দিয়েছো এনে
নতুন পরিচয়
তোমার তরে ঘুরেছি মোরা
তামাম বিশ্বময়।

যখন আমায় জিজ্ঞাসিল
তোমার দেশের নাম?
শেখ মুজিবের বাংলাদেশ
তাকে বলে দিলাম।

আমায় যখন শুধাইল
তোমার পিতা-মাতা?
জাতির পিতা শেখ মুজিবুর
ফজিলাতুন বঙ্গমাতা।

আরও পড়ুন কবিতা-
শ্বাশত বাণী
স্বপ্ন ও স্বাধীনতা
প্রেমিকের প্রতিদান

 

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

জয় বাংলা জয়

Facebook Comments Box

মোহাম্মদ সেলিমুজ্জামান কবি, কথাশিল্পী ও গবেষক হিসেবে সমধিক পরিচিত। প্রকাশিত উপন্যাস: চেয়ারম্যান হবো, ভোরের কুহেলিকা; কাব্যগ্রন্থ: নষ্ট ভালোবাসা, গল্পগ্রন্থ: সিডরের সেই রাত এবং তারপর..; ভ্রমণকাহিনী: নোবেলের দেশে শান্তির দেশে; গবেষণা গ্রন্থ: বাংলা সাহিত্য ও বঙ্গবন্ধু। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত সাতবাড়িয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামের সন্তান। সম্ভান্ত মুসলিম প্রামাণিক পরিবারে ১৯৬৯ সালের ১ জানুয়ারিতে তাঁর জন্ম।

error: Content is protected !!