চাইনি এমন স্বদেশ
চাইনি এমন স্বদেশ
চাইনি কষ্ট-দগ্ধ এমন স্বদেশ আমি
রক্তে ভেজা তপ্ত জন্মভূমি
পাপাচারীর চাকায় পিষ্ট ধর্ষিত শান্তি অনাবিল
ঘাতকের উন্মত্ততা খণ্ডিত শবদেহের নিলাজ মিছিল,
চাইনি এমন দেশ
সাধের আবাস তপ্ত উনুন
গনগনে লাভা দুর্বহ পোড়ায়, ঝরায় নিত্য খুন
যেখানে ঘাতক দুর্জন কর্তা অধিশ্বর
তাদের নির্দেশে ওঠা-নামা করে বৈরী সময়-স্বর,
চাইনি এমন দেশ
সবিশেষ মিথ্যার কারুকাজ
সত্য নির্বাসনে, অসত্যই চালায় তক্ততাজ
সমাজের রন্ধ্রে রন্ধ্রে গলিত-গন্ধ বিষবাস্প ছড়ায়
অষ্ট প্রহর কাটে দুঃসহ যাতনায়,
চাইনি এমন দেশ
যেখানে মৃত্যু অঝোর ধারায় নামে
দিবস মধ্যযামে
যেখানে অসুর বেসুরে সুরের ভনিতা করে
করতালি আর অশেষ সমাদরে
যেখানে পাদ্রী পুরোহিত ভিক্ষু মৌলানা
নির্বিকারে ব্লাক ম্যাজিকে আঁকে জীবনের আলপনা
চৌকস রিরংসা-কামে লালসাই মুখ্য অভিলাষ
তবুও পূজ্য তারাই অন্ধ দেবত্বের ইতিহাস,
চাইনি এমন স্বদেশ
যেখানে কলম বন্দুক হয়ে ওঠে।
নিধন নেশায় ছোটে
রাজনীতির ছত্রছায়ায় দেবশিশু পরিণত রাক্ষসে
মারণাস্ত্র বানায় তাকে নারকীয় উল্লাসে
এভাবেই দেশের অপার সম্ভাবনা
অবলীলায় বিপথে যায় সহস্র বাড়ায় বিড়ম্বনা,
এদেশ চাইনি আমি
যেখানে সুনীতি নেই, অনীতির কারবার
নির্বাক মানুষেরা, অমানুষ ভয়াতুর ছড়ায় হুঙ্কার
তাহারাই রক্ষক ভক্ষক নেতা অসীম ক্ষমতাধর
সমাজ নিয়ন্ত্রক অবলীলায় তোলে বিনাশক বুনোঝড়,
চাইনি এমন স্বদেশ
নিরাপদ নয় মায়ের আঁচল পিতার অপার আপত্য স্নেহ
স্বামীর উদার বক্ষ, বধুর আরাধ্য গৃহ
সুহৃদ স্বজনের বেশে যেখানে ঘাতক থাকে
ফুল-মাল্যের অন্তরালে কালসাপ লুকায়ে রাখে,
এমন স্বদেশ চাইনি আমি
যেখানে শুধু ভেদাভেদ হানাহানি
সাম্য যেথায় নির্বাসিত, শুধু সংকীর্ণতার গ্লানি
মানবতা নয় ধর্মের ধ্বজা যেখানে ঘাতক হয়
সে দেশ আমার নয়
ধর্ম যখন স্বার্থসিদ্ধির হাতিয়ার ঢাল হয়।
ধর্মনীতির কল্যাণ বাণী কেঁদে মানে পরাজয়
ধর্ম-জমিনে ফুলের বদলে উলু খাগড়ার চাষ
চাইনে আমি পামর কণ্টক-বাস,
এদেশ চাইনি আমি
নিঃস্বজনের আর্তনাদে বাতাস যেখানে ভারী
অরোধ্য অত্যাচারী
সেখানে বিভীষিকা নিদারুণ খেলা খেলে
খোলা তলোয়ার ফুরফুরে পাখা মেলে
অনাচার নিধন ছাড়পত্র পায় অবাধ দুঃশাসন
আতঙ্ক বিষাদে তটস্থ মানুষ ভয়াতুর অনুক্ষণ,
এদেশ চাইনি আমি
প্রিয়জন যেথা বাহিরেতে গিয়ে ফেরেনাকো আর ঘরে
মেহেদি-রাঙা অকাল বৈধব্য কাঁদে আর্তস্বরে
আছড়ে পড়ে মর্মভেদী মায়ের দীর্ঘশ্বাস
সকরুণ পরিহাস
চাইনা দেখতে জনপদ জুড়ে দুর্বহ কষ্ট শোক
গচ্ছিত বিশ্বাস চাইনা নিমিষে ঘাতক হোক
দুর্জন কসাই মদ্যপ হয়ে জিঘাংসায় মেতে ওঠে
শিশু কন্যার পবিত্র জঙ্গা লোটে,
এমন স্বদেশ চাইনি আমি
মুক্তিযোদ্ধা যেখানে নিত্য অন্নাভাবে মরে
রাস্তায় ভিক্ষা করে
রাজাকাররা মন্ত্রী হয়ে উৎকট তুড়ি মারে
তাদের গাড়ীতে পবিত্র পতাকা ওড়ে
পিশাচ বেলাজ পাকি-বীর্য এখনো ষড়যন্ত্রে মাতে
দেশী-বিদেশীর সাথে
দেশদ্রোহীর আস্ফালন আজও শুনতে হয়
এমন স্বদেশ চাইনা আমি, একাত্তুরের চাওয়া এদেশ নয় ।
আরও পড়ুন কয়েকটি কবিতা-
স্বাধীনতা দিবস
বিবর্ণ স্বাধীনতা
বাংলাদেশ
এসেছি স্বাধীনতা সাথে করে
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে