গন্ধরাজ, গোলাপ ফুল
গন্ধরাজ
গন্ধরাজ! সুবাসের রাজা তুমি, এক অপরুপ ফুল,
স্নিগ্ধ, পবিত্র রুপটি তোমার, নাহি যার তুল!
বর্ষার বারি ধারা যবে, পড়ে ঝরি অবিরল তোমার শাখায়!
সবুজে, সাদায় গলাগলি করি ওঠো জাগি অসীম উচ্ছলতায়!
বর্ষার ধারা সনে মিতালী তোমার,
বিমোহিত হয়ে হেরি, তব পুষ্পের বাহার!
শোভা সুষমা আর সুরভিত আবেশ,
দেখা শেষ হয় তবু, না যেন ফুরায় ভাল লাগার রেশ!
জগত জুড়িয়া এমন রুপ বুঝি, কেহ খুঁজিয়া নাহি পায়,
ডুবিয়া থাকিতে চায় মন, তোমার সুবাস ভরা স্বপ্ন মদিরায়!
তোমার সৌরভ, সুধায় ভরুক বসুন্ধরা,
দূর হয়ে যাক, সব দুঃখ জ্বরা!
চারিদিকে ছড়াও তব রুপের ডালি,
দূর হয়ে যাক সব মনের কালি!
সাদার আলোয় ভরাও এ জগত খানি,
নাহি যেন থাকে কারও মনের গ্লানি!
সুখেতেই থাকে যেন সব ভাই বোন
গন্ধরাজে ভরে থাক সারাটি জীবন!
আরও পড়ুন তাহমিনা খাতুনের কবিতা-
তিতাস নদীর পাড়ে
শ্রদ্ধাঞ্জলি
গোলাপ ফুল
ফুলের রানী! নামটি তোমার গোলাপ!
রঙে, রূপে, বর্ণে, গন্ধে নাহিক জুড়ি তার!
গোলাপ নামের মিল তব খুঁজিয়া পাই গোলাপীর সাথে!
বাড়ায় বিস্ময়! যবে দেখি গোলাপীই নহে তোমার শেষ আশ্রয়!
কালে কালে যুগে যুগে কত রূপে, কত শত রঙে রাঙালে আপনায়!
জনম হইল তব শ্বেত শুভ্র রূপে!
যাহা হেরি মুগ্ধ হইয়াছিল ইরানী বুলবুলি!
ভালবাসি করিয়াছিল আলিঙ্গন!
রক্তাক্ত করি তায় আপন কাঁটায়!
চরম নিষ্ঠুরতায়!
হইয়াছ রাঙা! যা হেরি মানুষ নিজেরে হারায়!
গ্রীক পুরাণে কহে, জনম লভিয়াছ তুমি লক্ষ বছর আগে!
প্রেমের দেবী ভেনাসের পদ যুগল হতে!
তাই বুঝি নেয় খুঁজি তোমায়!
করে প্রেমের প্রথম নিবেদন! প্রেম প্রত্যাশী মানব মানবী!
দেখিতে পাই যে তোমায়! কালে কালে, যুগে যুগে
কত না রঙে! কত শত রঙে রাঙিয়াছ! অতুল রূপে
কাঁটা ভরা! তুমি গোলাপ ফুল!
বুলবুলির রক্তে করি স্নান, হইয়াছ লাল,
অসীম আকাশের নীল ছানি বুঝি হইয়াছ নীল!
হলুদের রঙে রঙিন হলে বুঝি! কাড়ি নিয়া রঙখানি হলদে কুটুম পাখির!
নয়তো বা নব বধু! গায়ে হলুদের নয়া শাড়ি খানি তার!
খানিক ভালবাসি পরাল তোমার গায়!
কৃষ্ণ রূপ ধরি হইয়াছ ‘ব্লাক প্রিন্স’ কিংবা কাল রাজকুমার!
একই অঙ্গে এত রুপ! নাহি হবে শেষ তাহা ক্ষুদে বর্ণনায়!
হইয়াছ পুষ্পের রানী আপন সুষমায়! সদা যেন থাক তুমি হৃদয় চূড়ায়!
আরও পড়ুন কবিতা-
অগ্নিশ্বর
হেমন্তের বিকেল
প্রেমের পদ্য
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
গন্ধরাজ