খুঁজি স্বাধীনতা
খুঁজি স্বাধীনতা
জহুরা ইরা
একটি স্বাধীন দেশ বাংলাদেশ
আছে যার নিজস্ব পতাকা, মানচিত্র
জাতীয় রাষ্ট্রিয় প্রতীক
আছে জাতীয় দিবস, সংগীত
কিন্তু স্বাধীনতা কোথায়?
নারীর চলার পথ আজ কন্টকাকীর্ণ
শিশু, কিশোরী, কুমারী, বধু, মাতা
হয় বঞ্চিত, লাঞ্ছিত, ধর্ষিত,
দূর্বৃত্তদের লোলুপ দৃষ্টির ঘায়,
তবে স্বাধীনতা কোথায়?
শিশু কিশোরকে হতে হয় অপহরণ
হরণ হয় তাদের ন্যায্য অধিকার
খর্ব করা হয় বেঁচে থাকার অধিকার
অর্থ লোভীদের অশুভ অর্থ লিপ্সায়
তবে স্বাধীনতা কোথায়?
কর্মশেষে ঘরে ফিরে আসা
প্রিয়জনের অধীর প্রতিক্ষার অবসানে
এসে পৌছে প্রাণহীন দেহ
মানুষ খেকো মানুষের থাবায়
তবে স্বাধীনতা কোথায়?
কষ্টে অর্জিত কিঞ্চিত ধন
সাধ করে কেনা প্রিয়জনের উপহার
মানুষ আকৃতির সব পশুগুলো
নিঃস্ব করে নিয়ে পালায়
তবে স্বাধীনতা কোথায়?
চোখের সামনে অনিয়মের প্রাচীর
দ্বিধাহীন বিশ্বাসীরা এগিয়েছে তা ভাঙতে
স্ব স্থান থেকে ছিটকে পড়েছে তখনি
প্রভাব শালীদের অশুভ তৎপরতায়
তবে স্বাধীনতা কোথায়?
ক্ষমতায় অধিষ্টজন
রক্তে তার লাশের নেশা
অধিনস্তজন চলতে বাধ্য তাই
উপরের কুৎসিত ইশারায়
তবে স্বাধীনতা কোথায়?
কণ্ঠ প্রকাশে ধ্বনি, আত্মার তাগিদে
কলমের লেখনি সেতো বিবেকের দংশনে
তাতেও আরোপিত হয় বাধা
অস্থির সমাজের উলঙ্গ প্রচেষ্টায়
তবে স্বাধীনতা কোথায়?
প্রতারণা প্রবঞ্চনার স্বীকার যে জন
নিরবধি হচ্ছে তার হৃদয়ে রক্ত ক্ষরণ
বেদনারা কেঁদে মরে অস্তিত্বের মর্মমূলে
সত্তার চেতনায় মৃত্যু এসে দাঁড়ায়
তবে স্বাধীতনা কোথায়?
অনেক ত্যাগে অর্জিত স্বাধীনতা
বিদ্রুপে বিদ্ধ হচ্ছে বারবার
সবাই মেরুদণ্ডহীন, বাকশক্তি রহিত
পরাজয়ের বেড়ি পড়েছে পায়
খুঁজি তবে স্বাধীনতা কোথায়?
আরও পড়ুন কবিতা-
অগ্নিশ্বর
প্রেমের পদ্য
তুমি যদি আমায় ভালোবাস
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
খুঁজি স্বাধীনতা