ক্ষয়িষ্ণু সমাজ, ভূলুণ্ঠিত মানবতা
ক্ষয়িষ্ণু সমাজ
শূন্যতা আমার ঘিরে রাখে
অবহেলিত, বঞ্চিত মানুষের হাহাকার শুনে।
নির্লিপ্ত চোখে তাকিয়ে দেখি-
অধিকার বঞ্চিত মানুষের ভিতরের কান্না।
আকাশ বাতাস ভারী হয়ে ওঠে
হতাশার কালো মেঘে।
পারস্পরিক শ্রদ্ধাবোধ ডুকরে কাঁদে বেলা অবেলায়।
মানবিকতার বিশুদ্ধ চর্চা আজ নিভু নিভু
প্রদীপের মত জ্বলছে।
চারিদিকে কিংকর্তব্যবিমূঢ় মানুষের উদ্ভ্রান্ত ছুটাছুটি
ক্ষুধার্ত মানুষের নির্লীপ্ততা বেহায়া রাজনীতি পায়ে পিষ্ট।
সামাজিক অবক্ষয়ে দলিত নতুন প্রজন্মের ভবিষ্যৎ।
আগামীর কৈশোর জাগিবে কোন ভরসায়?
ক্ষয়িষ্ণু সমাজের ভাঙা তীরে দাঁড়িয়ে নতুন
উজ্জ্বল আগামীর প্রত্যাশা।
সহসা কি উঠিবে চাঁদ একরাশ সোনালী জোসনা নিয়ে?
তারারা কি গাইবে গান আবার কোরাস সংগীতে?
প্রজাপতির ডানায় ভর করে চলে নব প্রাণের উচ্ছ্বলতা।
খাদের কিনারায় দাঁড়িয়ে এ সমাজ
ভাবে-
কিভাবে চলবে ভবিষ্যতের অনাগত শিশুরা?
ভূলুণ্ঠিত মানবতা
ধৃষ্টিত বিবেকের বর্ধিত আদালতের রায়
বিধ্বংসী মারণাস্ত্রের চরম আস্ফালন
লিটল বয় ও ফ্যাট ম্যানের ভয়ংকর গর্জন
আজও বিশ্ববাসীর স্মৃতিতে অমলিন।
মার্কিনিদের নগ্ন নৃত্য।
আকাশে বাতাসে বারুদের গন্ধ
পৃথিবীর মানব সভ্যতা হতবাক চোখে
তাকিয়ে দেখে হিরোশিমা নাগাসাকির কান্না।
ভূলুণ্ঠিত মানবতা চিৎকার করে কাঁদে
এভাবে আর কোনো শহর, নগর, জনপদ, ভূখন্ড
সাম্রাজ্যবাদীদের হাতে হবে না লুণ্ঠিত।
আরও পড়ুন কবিতা-
হৃদয় ভেঙে যায়
স্বপ্ন সারথি
নীড়হারা
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
ক্ষয়িষ্ণু সমাজ
আলতাব হোসেন
আলতাব হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। তিনি ২০১৭ খ্রিষ্টাব্দে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।