• ক্ষয়িষ্ণু-সমাজ
    কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

    ক্ষয়িষ্ণু সমাজ, ভূলুণ্ঠিত মানবতা

    ক্ষয়িষ্ণু সমাজ জাহাঙ্গীর পানু   শূন্যতা আমার ঘিরে রাখে অবহেলিত, বঞ্চিত মানুষের হাহাকার শুনে। নির্লিপ্ত চোখে তাকিয়ে দেখি- অধিকার বঞ্চিত মানুষের ভিতরের কান্না। আকাশ বাতাস ভারী হয়ে ওঠে হতাশার কালো মেঘে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ডুকরে কাঁদে বেলা অবেলায়। মানবিকতার বিশুদ্ধ চর্চা আজ নিভু নিভু প্রদীপের মত জ্বলছে। চারিদিকে কিংকর্তব্যবিমূঢ় মানুষের উদ্ভ্রান্ত ছুটাছুটি ক্ষুধার্ত মানুষের নির্লীপ্ততা বেহায়া রাজনীতি পায়ে পিষ্ট। সামাজিক অবক্ষয়ে দলিত নতুন প্রজন্মের ভবিষ্যৎ। আগামীর কৈশোর জাগিবে কোন ভরসায়? ক্ষয়িষ্ণু সমাজের ভাঙা তীরে দাঁড়িয়ে নতুন উজ্জ্বল আগামীর প্রত্যাশা। সহসা কি উঠিবে চাঁদ একরাশ সোনালী জোসনা নিয়ে? তারারা কি গাইবে গান আবার কোরাস সংগীতে? প্রজাপতির ডানায় ভর করে চলে নব প্রাণের…

error: Content is protected !!