কে ভালোবাসে, প্রেমিকের প্রতিদান, তুমিই শিখালে ভালোবাসিতে
কে ভালোবাসে
যে ভালোবাসে
ভুলেও নাহি নাশে অর্পিত যে প্রাণ,
রয় আবেশে
তাহাতেই মিশে হলেও ব্যবধান!
যতই দূর
তিক্ততায় মধুর তাপিত হিয়াখানি,
পথ বন্ধুর
হৃদয় অভিসারে করে কানাকানি!
মন মুকুরে
রয় অদূরে নিকট নিকটতর,
ক্রীড়া করে
ভাবনায় এসে অন্তরে অন্তর!
কে দেখে তা
হৃদয়ের মিতা সুবাসি ফুলের কায়া,
স্মৃতির পাতা
বসন্তবায়ে কাঙ্ক্ষিত বৃষ্টির মায়া।
যত না সরল
ততই বিরল ভুলে থাকাটাই কঠিন,
প্রীতির শিকল
বাঁধিয়া বাঁধনে হাঁকায় চিরদিন।
ভালোবাসা
কাঙ্ক্ষিত বাসা এ নহে কচু’র নীর,
অন্তিম তিশা
করে ফেরারি অনুতপ্ত নিয়তির।
থাকিলেও দূরে
তাহারেই মনে পড়ে প্রণয় প্রচ্ছদপটে,
তাই আঁখি ঝরে
ভালোবাসিতে তারে মরমের তটে তটে।
আরও পড়ুন কে এম আশরাফুল ইসলামের কবিতা-
আমার সেই তুমি
স্মৃতির পাতায়
তবুও ভালোবাসা অমর হউক
প্রেমিকের প্রতিদান
অন্য নিবাসে
মম পূর্ণিমা হাসে যাহারে ঘিরে স্বপন,
লালিত আশে
এখনো রচি সাজাতে ক্লিষ্ট জীবন!
কেমনে রচি
মরেই বাঁচি এ বাঁচনে কী মান,
হবে কি শুচি
অন্যের পরশে এ জীবন মহীয়ান?
যে যায় চলে
সে যায় ভুলে; ভুলেনা পতিত পাতা,
যে অবহেলে
অবহেলিত কে বুঝে তার ব্যথা?
যে যায়
চিরতরেই যায় নতুন স্বপ্ন দিয়ে রাঙা,
ফেলে যায়
জোয়ারের রেখা নদীর বুকে যে কূল ভাঙা।
সেই কূলে
জ্বলিয়া অনলে রেখে যাওয়া জোয়ারের রেখা,
এই দিলে
খুঁজি পদাঙ্ক পিপাসায় যদি গো মেলে দেখা।
শুধুই ব্যথা
মধুময় কথা সরলে গড়লের অপ্রত্যয়ী থাবা,
স্মৃতির পাতা
নির্বাকে ভাসায় সরব কবিতা হয় বোবা।
যা দিলে
তার থেকে বেশিই নিলে না রেখে কিছু বাকি,
আঁখি জলে
হারাকে খুঁজি মন, প্রাণ , ডানা হারা এ পাখি!
এ মন
তোমাতেই সমর্পণ হাজারো আননের মেলায়,
এ নয়ন
সাবেকি আবেগে এখনো সেই ছবি আঁকায়!
করিয়া আপন
দেখায়ে স্বপন নির্বাসন দিলে যারে,
এখনো স্বজন
স্মৃতির নীড়ে তোমাতেই যায় ফিরে!
তুমিই শিখালে ভালোবাসিতে
চলে যাও
ভালোবাসা শিখাও কেমনে ভুলি তা,
ভুলে যাও
ওস্তাদ তুমি সেই ভালোবাসার কথা!
ওস্তাদ তুমি
শিষ্য আমি সতত আরাধ্য তা’লিমে,
করিলে প্রেমি
দূর দর্শনেও যা আবেগে যাই চুমে!
থাকিলেও দূরে
আছো অন্তরে স্মৃতিরে ঘিরে অঙ্কন,
করি আরবারে
না দেখে অন্য বিহনে তৃষিত নয়ন!
গাঁথিয়া মালা
সাজিয়ে ডালা পুষ্পাঞ্জলি দিতে প্রাণ,
হইয়া উতলা
খুঁজিয়া ফিরি যাতে অর্পিত হিয়াখান!
ঐ মন
এখনো কি স্মৃতির আলপনা আঁকে,
আঁখি কোণ
হয় কি সিক্ত যদি সে অতীত ডাকে?
আমারই মত
হইয়া আহত নির্জনে স্বজনে হারাও,
বেদনাহত
হইয়া কখনো সেই মনটা কাঁদাও?
যেই মনটা
কাঁদায় জীবনটা যা অন্য কারো নয়,
সেই মনটা
ক্ষণে ক্ষণে কি বিরহীর কথা না কয়?
এসেছিলে
কি পথ ভুলে খাঁচায় হতে বন্ধি,
চলেই গেলে
ওহে মুসাফির করিয়া মনের সন্ধি?
সেই শিকল
করিলো বিকল না চলিতে পারি,
সাথি আঁখি জল
অকূল সায়রে কোন কূলেতে ভিড়ি?
আরও পড়ুন কবিতা-
হেমন্তের বিকেল
সাদা মন
স্মৃতিছায়া
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে