কিশোর-কবি
কবিতা,  তাহমিনা খাতুন,  সাহিত্য

কিশোর কবি

কিশোর কবি

তাহমিনা খাতুন

 

এক কিশোর,
কিইবা বয়স এমন, মেতে থাকার কথা যার দূরন্তপনায়
অথচ সে অবাক হয়, জন্মেই  ক্ষুব্ধ স্বদেশ অবাক করে তাকে
পৃথিবী অবাক তার কবিতার চরণে।

বিশ্ব হতবাক,
দেশলাইয়ের বারুদের মতো জ্বলে ওঠা এক কিশোর
বিস্ময়ে চেয়ে রয় পরাধীন দেশ।
লেখে সে কবিতা, সে কবিতা অন্তরে দোলা দেয় বিপ্লবী সুরে
সে তো বুঝি কবিতা নয়, যেন স্ফুলিঙ্গ!
দ্যুতি ছড়ায়, লাইনে লাইনে তার বিদ্রোহ, বিপ্লব তার ছত্রে ছত্রে!
এ কোন ক্ষুদে বিদ্রোহী?
এ যেন আর এক  বিদ্রোহী নজরুলের অভ্যুদয়, পরাধীন ভারতের গগণ তলে
সদ্য ভূমিষ্ঠ শিশুর চিৎকারে, যে  শুনতে পায় তীব্র প্রতিবাদ
অন্যায় আর অসাম্যের বিরুদ্ধে, সে দেখে সদ্য জন্মানো শিশুর মুষ্ঠিবদ্ধ হাত
আঠারো বছর বয়সের আগেই, দ্রোহের লেলিহান শিখা বিচ্ছুরিত তার কলমে।
এ কোন  কবি?
যার ভাবনায় পৃথিবী হয়ে ওঠে এক লুণ্ঠিত উপনিবেশ
যে উপনিবেশ কেড়ে নেয় সব সুখ, আনন্দ, সব সুন্দর।
কে এই কিশোর?
লিখে যায় অবলীলায়, সর্বগ্রাসী এক ‘চিলের’ আলেখ্য
যে ‘লোভী চিল’ ছোঁ মারে
ছিনিয়ে নেয়  নিরন্ন; বুভুক্ষু, ক্ষুধাতুর মানুষের বুকের মাঝে শক্ত হাতে ধরে রাখা আহার
সে কিশোরের ভাবনায় রোপিত হয় ক্ষুদ্র এক অশ্বত্থের  চারা
আকাশ ছোঁয়া উদ্ধত, অহংকারী অট্টালিকার দেয়ালে
কালের আবর্তে মহীরুহ হয়ে সে ফাটল ধরায়, শোষণ আর বঞ্চনায় ভরা দাম্ভিক সেই অট্টালিকায়।
এ কিশোর লেখে নিঃস্ব, সর্বস্ব হারানো শ্রমজীবী মানুষের কথা
মসীতে মসীতে আল্পনা আঁকে বুঝি
অবাক করা সে আল্পনায়, চিত্রিত হয় শোষকের নিষ্ঠুর অবয়ব!
এ চিত্রকর আঁকে ধাপে ধাপে উপরে ওঠার এক সিঁড়ি
যে সিঁড়িতে প্রদর্শিত  হয় শোষকের ক্ষমতা
যে সিঁড়ির রঙিন কার্পেট ঢেকে রাখে শোষিতের রক্ত, ঘাম, অশ্রু
‘সিঁড়ি’ তো নয় যেন শোষকের উড্ডয়নের এক পথ
যে পথে প্রতি পদাঘাতে নিষ্পেষিত হয় শ্রমজীবি মানুষের অধিকার

এ কোন বিস্ময় বালক?
যে ছোট্ট, নগণ্য এক দেশলাইয়ের কাঠির মতো জ্বলে উঠতে  চেয়েছিল,
জ্বালিয়ে পুড়িয়ে ছাড়-খার করে দিতে চেয়েছিল সব অন্যায়, সব অনাচার।

এ কোন দরদী কিশোর?
যে দৃঢ় অঙ্গিকার করেছিল নবজাতকের কাছে
জঞ্জালে ভরা পৃথিবীর জঞ্জাল সরাবেই সে দুহাতে
এ বিশ্বকে বাসযোগ্য করে যাবে তার জন্য।

এত সব স্বপ্ন দেখা এক ফুটন্ত গোলাপ ঝরে গেছে অকালে
দূরন্ত কালবৈশাখী ঝড়ে থেমে গেছে
সব অন্যায়, সব ভেদাভেদ লন্ডভন্ড করে দেওয়ার আগেই।

সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখা
শোষণ মুক্ত বিশ্বের জাল বোনা
এ কিশোর কবি আর কেউ নয়, সুকান্ত ভট্টাচার্য তার নাম।

জেনেভা, সুইজারল্যান্ড
১৩ মে,২০২৩

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

কিশোর কবি

Facebook Comments Box

তাহমিনা খাতুন একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব। তিনি ছড়া, কবিতা, গল্প, ভ্রমণকাহিনি এবং নারীর অধিকার নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখে থাকেন। পেশায় তিনি একজন আইনজীবী। তার পেশাগত জীবনে তিনি নারীদের আইনি সহায়তা প্রদান এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতেন। তাহমিনা খাতুন ১৯৫৭ খ্রিষ্টাব্দের ১লা মার্চ পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত আহম্মদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কাটে এই গ্রামেই।

error: Content is protected !!