কাল-রাত্রির-খাম
কবিতা,  তাহমিনা খাতুন,  সাহিত্য

কাল রাত্রির খাম

কাল রাত্রির খাম

তাহমিনা খাতুন

 

পঁচিশ মার্চ! এক কাল রাত্রির নাম,
যে রাতে পাক সেনা দিল হানা
পোড়ালো সহস্র ধাম!

প্রথম মুক্তির ডাকটি আসিল
কাল রাত্রির খামে,
মুক্তি পাগল জনতা দিল সাড়া
সে ডাকে অনেক রক্ত ঘামে।

অসুরের দল ঝাঁপাইয়া পড়িল
সর্বশক্তি নিয়ে,
দানবের উদ্বাহু সে নৃত্য দেখিল
বিশ্ব সবিস্ময়ে!

মেশিন গান আর ট্যাঙ্ক নামিল,
দমাইতে নিরস্ত্র জনতারে,
আরও কত শত অস্ত্র নামিল
বধিতে মানুষ অকাতরে।

সারাটি দিনের ক্লান্তি নাশিতে
ঘুমিয়ে ছিল যারা,
চির নিদ্রায় তাদেরে শায়িত করিল
পাকসেনা, হল যারা দিশেহারা।

লেলিহান শিখা জ্বালাইয়া দিল
পোড়াইতে অবোধ শিশু,
দয়া মায়াহীন অমানুষের কাছে
হারিল হিংস্র পশু।

মেশিন গানের গুলিতে
ঝাঁঝড়া করিল কত শত নিরীহ বুক
পাষাণ হৃদয় খান সেনাদের তাতে
ছিল না কোনই দুখ।

গগণ বিদারি কান্নার রোল
উঠিল বাতাসে ভাসি
তা শুনিয়া বুঝি দানবের দল
হাসিল অট্টহাসি।

কুটিল সে হাসি শুনিয়া যেন
কাঁপিল বসুন্ধরা,
সে হাসি শুনিয়া বনের পশুও
হয়েছিল বাক হারা।

শান্তির ঘুম ভাঙিয়া গেল
শুনিল জান্তব উল্লাস,
দৈত্য দানবও মুখ লুকাইবে লাজে
হেরি বুঝি সেই ত্রাস।

লোহিত শোণিতে ভাসিয়া গেল
শ্যামল বাংলার মাটি,
সে শোণিত মাখিয়া বাংলা আমার
হয়েছিল আরও খাঁটি।

পূবের আকাশ রাঙা হয়ে গেল
লাখো জনতার খুনে,
তারি মাঝে বুঝি অযুত মানুষ
মুক্তির জাল বুনে।

বাংলার নেতা ডাক দিয়ে ছিল
হও সবে আগুয়ান
মনের বলেতে বলিয়ান হয়ে রাখ
বাংলা মায়ের মান।

নাহিকো অস্ত্র, নাহিকো বিমান
নাহিকো মেশিন গান,
আপন প্রাণ সঁপিয়া দিল
রাখিতে দেশের মান।

উদিত হল নতুন সূর্য
পূবের আকাশ জুড়ে,
বাজিয়া উঠিল মুক্তি বীণা
বাঙ্গালীর অন্তরে।

লাল সবুজের পতাকা খানি
উড়িল ঘরে ঘরে,
সে পতাকার মানটি রাখিতে
সকলে শপথ করে।

প্রাণের পতাকা ছিন্ন করিতে
হইল বজ্রপাত,
শত কোটি প্রাণ ঝাঁপাইয়া পড়িল
রুধিতে সে বজ্রাঘাত।

ঘরে ঘরে গড়িল কঠিন দূর্গ
অবহেলি সব ভয়,
বাংলা জানিত, বজ্রের পরে
আসিবেই মহা বিজয়।

এক নদী রক্ত আর অশ্রু ছাড়া কি
আসে কভু স্বাধীনতা,
পঁচিশে মার্চই বুঝিয়েছিল
সে কথার সত্যতা।

অনেক ত্যাগ,
অনেক সাধনা করিতেই হবে জানি,
কাল রাত্রিই বুঝিয়েছিল
অমোঘ সেই সে বাণী।

কাল রাত্রি দূর হয়ে যাবে,
আসিবেই নব ভোর,
কোটি মন তাই একই সূত্রে,
বাঁধিল রাখি ডোর।

কাল খামে ভরা সেই চিঠিতে ছিল
স্বাধীনতার ডাক,
সে চিঠির মান উচ্চ রাখিতে
পাড়ি দেবো কঠিন পথ।

আরও পড়ুন কবিতা-
তখন মানুষ মানুষ ছিল না
বিবর্ণ স্বাধীনতা
স্বাধীনতা

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

কাল রাত্রির খাম

Facebook Comments Box

তাহমিনা খাতুন একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব। তিনি ছড়া, কবিতা, গল্প, ভ্রমণকাহিনি এবং নারীর অধিকার নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখে থাকেন। পেশায় তিনি একজন আইনজীবী। তার পেশাগত জীবনে তিনি নারীদের আইনি সহায়তা প্রদান এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতেন। তাহমিনা খাতুন ১৯৫৭ খ্রিষ্টাব্দের ১লা মার্চ পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত আহম্মদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কাটে এই গ্রামেই।

error: Content is protected !!