কত-শত-বিল
কবিতা,  মযলুম মুসাফির,  সাহিত্য

কত শত বিল

কত শত বিল

মযলুম মুসাফির

 

ব্যস্ত শহরে কঠোর কহরে যদি বসি নিরজনে
গাজনা বিলের যত আছে মাঠ ভেসে ওঠে আঁখি কোণে।

কালিদহে কোন কালি দেখি নাই দেখেছি বানের পানি,
হাতিগাড়ার ঐ হাতি ইতিহাস কতটুকু বল জানি?

বাঁশতালুকেতে আগাছা বোঝাই বাঁশ নাই সেথা কোন,
পদ্মবিলের পদ্মের কথা দাদার মুখেই শোন।

জেলেপথে আজ ধান ও পেঁয়াজ মাছ ধরে নাকো জেলে,
মনের কোনায় সুখ খুঁজে পাই আজও সেথায় গেলে।

মুন্সিডাঙ্গিতে কত খেলিয়াছি গরু খেতো মাঠে চড়ে,
হইচই করে মেতেছি খেলায় সারাটি দিবস ভরে।

বিন্নিডাঙ্গিতে দাদি শুয়ে আছে গেছি কত একা একা,
অনেক বছর হয়নি কো আর দাদির কবর দেখা।

ডহার বিলের শেষ করে কাজ ফের গেছি গমগাড়া,
ফিরতি পথেতে খালুই ভরেছি খুশিতে আত্মহারা।

অভাগা মাছেরে ছোঁ মেরে নিত মাছরাঙা আর চিলে,
আমার এ মন আজো পড়ে থাকে সেই গাজনার বিলে।

ভুতের ভয়েতে সন্ধ্যা নামিছে পড়ে আছি সকিবাজ,
আল্লাহর নাম জবানে ছুটিত মনেপড়ে তাহা আজ।

রয়েছে ধুলট আর গজারিয়া কতো নাম সোনাতলা,
আমরা দেখেছি পানি আর পানি লোকে তারে বলে জলা।

গ্রাম থেকে বেশ দূরেতে আছিলো সেই সে রামার বিল,
মাছের নেশায় মশগুল সেথা বক আর গাঙচিল।

একে একে সব মনে পড়ে যায় আর ছিল মোষেখোলা,
আঁখির পাতায় ভিড় করে সব যায়না তাদের ভোলা।

অনেক মাঠের নাম রহিয়াছে বানান করাই দায়,
সাহস করিয়া করতে গেলেও দাঁতগুলো সব যায়।

কত শত নাম জানা ও অজানা আছে গাজনার বুকে,
কত ইতিহাস অবাক চোখেতে শুনেছি বাবার মুখে।

আরকি ফিরিয়া পাব সেই দিন আর সেই জারিগান?
দিন চলে গেছে হাত ইশারায় ডাকিছে গোরস্থান।

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা। তিনি ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!