এ-ক্রান্তিকাল-শেষে
কবিতা,  ফকির শরিফুল হক,  সাহিত্য

এ ক্রান্তিকাল শেষে

এ ক্রান্তিকাল শেষে

ফকির শরিফুল হক

 

যদি এ ক্রান্তিকাল শেষ হয় একদিন, যদি বেঁচে যায় দূর্নীতি ঘুষখোর লুটেরা
যারা আজ অতি সাধু সন্ন্যাসী ভবে লেবাসি মানবতা শেখায়,
যদি বেঁচে যায় ঐ দাম্ভিক রাজা মহারাজ যার ইশারায়
নিমিষেই ধ্বংস হয় আফগান ফিলিস্তিনের মানচিত্ৰ বুক।

যদি বেঁচে যায় ঐ মারণাস্ত্র প্রযুক্তির দৈত্য দানবেরা
যারা কথায় আনবিক বোম হয়ে ফোটে শাস্তির বুকে,
যদি বেঁচে যায় তারা, যারা শান্তির কাশ্মীরকে সীমার দোহাই দিয়ে
মানবতাকে বারবার করছে জখম!

যদি বেঁচে যায় পেশিবাহু বিশ্ব নীতি নির্ধারকেরা
তবে জলবায়ু বায়ুমণ্ডলে পরবে আবার অশনি আদেশ,
পুড়বে হাজার মাইল বন, কার্বনডাই-অক্সাইডে বন্ধ হবে পৃথিবীর দম,
হাজারো বোবা উটের পালে গুলির আদেশ ।

যদি বেঁচে যায় ঐ পরাশক্তির জানোয়ারেরা
তবে সাবমেরিন ক্ষেপণাস্ত্র যুদ্ধ জাহাজের রণতরী ভিড়বে
শান্তির খেয়াঘাটে, রূদ্ধবাক হবে বিবেক,
অশ্রু আর্তচিৎকারে ভারী হবে হাজার কোটি নিরীহ মানুষ ।

বেঁচে থাক, বেঁচে যাক পৃথিবীর সব প্রাণ
একটি নিঃশ্বাসও যেন বন্ধ না হয় এ ক্রান্তিকালে মানবতা বলে,
শুধু নত বুকে লজ্জিত হই মানুষ মানবিকতার কাছে
আর নয় ধংস প্রলয় বর্ণবাদ সাম্প্রদায়িক বলয়।

দূর্নীতি চুরিতে ক্ষতবিক্ষত যেন না হয় অসহায় অনাহারীর বুক,
একটি গুলিও যেন না চলে মানবতার বুকে,
মারণাস্ত্র সাবমেরিন ভেঙে শান্তির ভূখ গড়ি
সীমান্ত প্রাচীর না থাকুক, পৃথিবীতে হোক সম্প্রীতি ভালোবাসার বাস।

প্রকৃতির সব প্রাণ সম অধিকারে না যেন করি আর অসম্মান,
জলবায়ু বায়ুথলীতে ফিরুক প্রাণের পরশ
প্রকৃতি মায়ের সমান সমরব সবাই প্রকৃতির সন্তান
ভূগোলের ভূগর্ভে শান্তির বার্তা নিয়ে নিয়ত আসবে আগামী নতুন প্রজন্ম।

আরও পড়ুন কবিতা-
স্বদেশ
গন্ধরাজ
শ্বাশত বাণী
ভেজালের সমারোহে
প্রেমিকের প্রতিদান

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

এ ক্রান্তিকাল শেষে

Facebook Comments Box

ফকির শরীফুল হক মূলত কবিতা লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: সত্যের ভোর। তিনি ১৯৮২ খ্রিষ্টাব্দের ১৬ই নভেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত দুলাই ইউনিয়নের চরদুলাই গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস একই উপজেলার হাটখালি ইউনিয়নের হাকিমপুর গ্রাম।

error: Content is protected !!