এখন এখানে আমি, স্বদেশ
এখন এখানে আমি
বিমল কুণ্ডু
আমাকে আমি চিনতে পারি
যখন প্রচণ্ড যন্ত্রণায় জর্জরিত হই।
আমাকে আমি বুঝতে পারি
যখন প্রিয়জন আমাকে কষ্ট দেয়
আমাকে আমি জানতে পারি
যখন গভীর রাতে ঘুম ভেঙে যায়
রাতের নিঃসিম আঁধার ভেদ করে
আকাশের তারাগুলি চাদর বিছানো পটের মতন
চোখের আলোয় উদ্ভাসিত হয়ে জন্মের ইতিহাস বলে যায়।
প্রকৃতির একটানা নিরবতায়,
হঠাৎ পেঁচার ডাক
অস্তিত্ব ঘোষণা করে আহত ডানায়
আমাকে আমার অবস্থান স্মরণ করিয়ে দেয়।
এখন এখানে আমি নিরুপায় পিতা একজন
সৃষ্টির কষ্টের দায়বদ্ধ ঈশ্বর যেমন
আমিও তেমন অবিরত যন্ত্রণার মাঝে
খুঁজে ফিরি দুঃখের আঘাতে অতি প্রিয়জন
আমার আমিত্ব জেগে ওঠে- প্রশ্ন করি
কতখানি কতটুকু আমি ?
আরও পড়ুন বিমল কুণ্ডুর কবিতা-
লিপিকার আমিই তোমার
স্বদেশ
তোর লিগে মোর পরান কাঁদেরে শাওনী
তোর লিগে মোর পরান কাঁদেরে।
তোরে ফালাইয়া আইছি
হিজল তমাল বেতস লতার ঝোড়ে
তোরে ফালাইয়া আইছি কীর্তন খোলার পাড়ে।
তোৱে ফালাইয়া আইছি গোয়ালন্দের ঘাটে
তোরে ফালাইয়া আইছি ঢাকার রমনা মাঠে
ও শাওনী কসনা কথা কি আছে তোর মনে
ও শাওনী বুক খুলেদে দেখি দুই নয়নে
ঐ বুকেতে খেলছি কত হামাগুড়ি খেলা
মনের সুখে বাইছি বসে কলাগাছের ভেলা
ও শাওনী দুইদিকে তোর বন্ধ কপাট ভারি
তোর ধূলির পরশ একটু পেতে মাথা খুঁড়ে মরি
‘শিয়ালদহ গোয়ালন্দ আজো আছে ঠাঁই
আমার বাড়ী আমি যাব সোজা রাস্তা নাই।
আরও পড়ুন কবিতা-
এসেছি স্বাধীনতা সাথে করে
কালো রাত্রির খাম
অবহেলার বৃত্তে
তিলোত্তমা বাংলাদেশ
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে