এক পশলা বৃষ্টি শেষে, যদি হয় ।। কবিতা ।। পূর্ণিমা হক
এক পশলা বৃষ্টি শেষে
জীবনের খরতা, মেঘ আর
এক পশলা বৃষ্টি শেষে
বাড়িয়েছি হাত জীবনের খোঁজে—
যেখানে জীবনের মধ্যে জীবন
মনের মধ্যে মন।
আজও পাইনি কি-না জানি না,
হয়তো—
না পাওয়া জীবনের নীল আকাশে
এখনো কালো মেঘেরা ভাসে
মনের আকাশের বিশাল ক্যাম্পাসে
এখনো তাদের অবাধ চারণ।
আজও পাইনি খুঁজে জীবনের গভীরতা—
যেখানে মনের সাথে মনের মিলনে
হলদে ঘাসগুলো সবুজ হয়ে ওঠে
সময়ের স্রোতে শাদা শাদা ফুল ফোটে;
এখনো জীবন পায়নি ছোঁয়া সবুজের।
হয়তো—
অপেক্ষায় এখনো জীবন
খরতা মেঘ আর
এক পশলা বৃষ্টি শেষে
সুন্দর সকালের।
আরও পড়ুন কবি পূর্ণিমা হকের কবিতা-
অষ্টাদশী মন
সম্পর্ক
ভেতরবাড়ির মাঠ
যদি হয়
জীবনের সংজ্ঞা যদি হয় চৈত্রের খরতা
আমি সেই খরতপ্ত দুপুর।
যদি হয় নোনা জল
তবে আমি সেই জলের বিবর্ণ শ্যাওলা।
জীবনের মানে যদি
এক টুকরো আষাঢ়ের ঘন মেঘ হয়
তবে আমি সেই মেঘের
এক ফোঁটা অশ্রুবৃষ্টি।
জীবনের মানে যদি
নিছক ছেলেখেলা বা অভিনয় হয়
তবে আমি একজন দুর্দান্ত অভিনেত্রী।
যদি হয় জলন্ত সিগারেট তবে আমি অ্যাস্ট্রে।
জীবনের মানে যদি হয়
সব শেষ, না পাওয়া হাহাকার
তবে আমি বোবা কান্না।
জীবনের মানে যদি হয়
মলিন স্বপ্ন
তবে আমি রাতজাগা কষ্ট।
মানে যদি হয় বেলা-অবেলার হিসেব
তবে আমি বেহিসেবী খাতা।
আমি ফসলের শেষে মাঠের রিক্ততা
আমি বৃক্ষচ্যুত শুকনো পাতা
আমি ঝরে যাওয়া বিবর্ণ ফুল
আমি সব, সব প্রতিকূল।
তবে এখনও
জীবনের সংজ্ঞাকে খুঁজি আমি—
শিশিরভেজা দূর্বাঘাসে
বাস্তবতার ভিড়ে
অথবা সবুজ প্রকৃতিতে।
আরও পড়ুন কবিতা-
বোশেখ বন্দনা
রক্তাক্ত স্বাধীনতা
আত্মশুদ্ধির মাস
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে