একুশ তুমি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, চেতনা
একুশ তুমি
খোন্দকার আমিনুজ্জামান
একুশ তুমি
আমার রক্তে রুয়ে দিয়েছ ভাষার অহংকার
মননে তাই মাতৃভাষার অতুল ঝংকার।
একুশ তুমি
প্রতিবাদ আর প্রতিরোধের নাম
শহিদ সূর্য সৈনিক বরকত-রফিক-জব্বার-সালাম।
একুশ তুমি
বাংলা বর্ণমালার প্রতি প্রবল প্রীতির ঝোঁক
মা মাটি মানুষের সাথে প্রত্যক্ষ যোগাযোগ।
একুশ তুমি
মাতৃভাষা রক্ষার বিরল বিস্ফোরণ
আন্তর্জাতিকভাবে তাই করে সবাই স্মরণ।
একুশ তুমি
অন্যায় প্রতিরোধের অঙ্গীকার
সত্য-সন্দর শক্তির সুদীপ্ত অহংকার।
একুশ তুমি
বাংলা মায়ের বুক
আমার মায়ের মমতাময়ী মুখ।
একুশ তুমি
হয়ে গেছ আজ পৃথিবীর বুক
তোমার চেতনায় ধরণীতে আসুক সুখ।
আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা-
মানবিকতা
অপেক্ষা
সাদা মন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আজ বাংলা ভাষা হয়ে গেছে সকল ভাষার সম্মানেরই নাম
মাতৃভাষার মান রক্ষা করতে রক্ত ঝরল,
গেল কত বীর বাঙালির প্রাণ
সেই সূর্য সৈনিক যাঁরা তাদের হাজারও সালাম
বিশ্ব সভায় বাংলা ভাষার নাম।
আমরা সবাই মাতৃভাষা বুকে রেখে মুখে তুলে সদাই ডাকি
সেই ভাষা কেড়ে নিতে গুলি চালায় যারা তারা মানুষ নাকি?
ঘাতকরা মোদের করল স্বজনহারা কতো অজানা নাম
তাদের কজন রফিক-জব্বার-বরকত-সালাম।
একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য ত্যাগের এক বিরল নাম
তাই তো এটি পেয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান।
বিশ্বে আছে যত ভাষাভাষী
সকলকে মোরা সমান ভালোবাসি
এই চেতনা ছড়িয়ে দিয়ে রাখব মোরা ভাষা দিবসের মান।
চেতনা
চেতনায় যদি থাকে একুশ একাত্তর
পরশে তার দেশ হবে হরষে ভরপুর ।।
দুর্নীতি দুর্দিন চেতনার সাথে যায় না
এ মাটি কখনো অসত্য সহ্য করে না
এ মাটি যে বীর শহিদের ত্যাগের মহিমায় ভরপুর ।।
বড়ো সাধ জাগে দেশকে ভালো দেখিতে
প্রাণিত থাকি তাই তাকে ভালোবাসিতে
দেখতে চাই না আর দেশকে ধুম বেদনায় বিধুর ।।
এসো সবে প্রকৃত চেতনার মর্মমূলে অবগাহন করি
যৌবনের উত্তাপ দিয়ে সকলের বাংলাদেশ গড়ি
চেতনার সৌন্দর্য পথে কপটতা ভেসে যাবে
অন্যায় হবে দূর ।।
আরও পড়ুন কবিতা-
শহিদের রক্ত
ভাষা শহিদ স্মরণে
মতলববাজ
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে