একটি মেঘের দৃশ্য, ব্যবধান
একটি মেঘের দৃশ্য
বলেছিলে,
‘যে কোনো দৃশ্যে মেঘ এঁকে দিতে পারি!’
অথচ তোমার আঙুলে থমকে গেল
পাথর স্নানের দৃশ্য থেকে
তুর পাহাড়ের চা-বাগান; মাঝের সময়টুকুও।
বলেছিলে,
আঙুল কিংবা মণিবন্ধ আসলে মেঘের ছায়াময় রূপকথা
তরুণাস্থি ছুঁয়ে থাকা একজন রুয়াল ডালের ঐশ্বরিক টান;
অথচ তিনদিক ঘিরে থাকা পাহাড় আমাকে বলল, মেঘ নয় মোটেই…
এসব রৌদ্রের গল্প,
কোটালের লুকনো বৃত্তান্ত,
একটি দৃশ্য রচনার বাহানা ।
বস্তুত দুপুরের কোনো রূপকথা থাকতে নেই।
THE SIGHT OF THE CLOUD
You said,
At any sight I can sketch the cloud!”
But on your fingers
The sight of stone-bath
and the tea garden of the Tur hill
become startled
Even the time in between.
You said,
‘Fingers or wristband in fact the shady fairy tale of the cloud,
The beckoning divine of a Roald Dahl touching cartilage.’
But the hill surrounding three sides said to me,
“These are the stories of sunshine, not of the cloud
The hidden rum-ours of the watcher,
just an excuse of drawing a picture.’
In fact the noon does never need to have a fairy tale.
আরও পড়ুন আবু জাফর খানের কবিতা-
স্বপ্নবাড়ি
প্রেমের প্রয়াণ
নতজানু যুবক
ব্যবধান
হিম মোড়ানো একজন্ম পার হলে
তারই পাশে হাঁটু মুড়ে বসি
দুহাতের করতলে খয়েরি কিছু পাতা
দু-চারটে সান্ত্বনার ফুল, কিছু বিষাদ ।
সভ্যতার নিভে আসা আলোর গা-ঘেঁষে
জয়ের শেষ নির্বাসন:
জয় কিংবা পরাজয়ে মূলত তেমন ব্যবধান নেই।
সারাক্ষণ প্রশ্নহীন ছোটা!
সব চিৎকার নিভে এলে…
একা একা রক্তচিহ্নে দাঁড়িয়ে দেখি
মৃতপ্রায় ছায়ার নরম শরীর।
পঞ্চমীর চাঁদে আঁধার নামে!
প্রস্থানের কাহিনীর মতো
ধীরে ধীরে রাতের কুয়াশায় ডুবে যায় গাছ।
THE DISTANCE
After a life covered with snow
I sit down humbly
beside the very life,
Some brown leaves on my palm
A few flowers of consolation
and pains as well.
Touching the light
gradually losing its glow,
The final banishment of victory
There is a little distance in between victory and defeat
Rushing all the time
without question,
After the end of all outcries
Lonely I stand on the blood-stain
And see the soft body
of the dying shadow.
The moon of the fifth day
becomes dark
Like the story of departure
The tree sinks slowly in the fog
of the night.
আরও পড়ুন কবিতা-
লিপিকার আমিই তোমার
এসেছি স্বাধীনতা সাথে করে
দুর্বিনীত পুত্রগণের প্রতি
অন্য আলো
প্রকৃতিতে হবো লীন
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
একটি মেঘের দৃশ্য