উদাসী মন
উদাসী মন
কোন আকাশের শশীগো তুমি কোন গগনের তারা
তোমায় দেখে উদাসী মন হয়েছে পাগলপারা।
জীবনতরী ভাসিয়ে দিলাম বৈঠা তোমার হাতে
মন বিলাসের রাঙা নদী উদাস হাওয়া সাথে।।
নীল আকাশের মেঘের ভেলায় বন্ধু তুমি এসো
নদী তীরের কাশবনেরই পাশে তুমি বসো।
হাতে মোর হাতটি রেখে মনের কথা বলো
ওগো আমার জীবন সাথী মোর নয়নের আলো।
বৃষ্টি স্নাত গোধূলিতে পুবাল হাওয়া বহে
সন্ধ্যে তারার রুপের মোহে মোর চাহনি চাহে।
উছলে পড়ে নদীর পানি আপন তনু মনে
শুন্য হিয়ায় ঢেউ খেলে যায় পূর্ণ হবার পণে।।
শরৎকালের পুবাল হাওয়া জোস্না বিলাস রাতে
গোলাপ আর হাসনাহেনার সুরভি ছিল সাথে।
তোমায় ভালোবেসেছিলুম এমন সুন্দর ক্ষণে
অবগাহনে মেতেছিলুম যুগল হৃদয় টানে।।
আরও পড়ুন কবিতা-
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে
Facebook Comments Box