পড়াশোনা,  ফিচার,  বোনকোলা,  মানিকহাট,  শিক্ষা প্রতিষ্ঠান,  সংগঠন,  সামাজিক সংগঠন,  সাহিত্য,  সুজানগর উপজেলা

‘আমাদের সুজানগর বইমেলা ২০২৪’ উদ্‌বোধন

‘আমাদের সুজানগর বইমেলা ২০২৪’ উদ্‌বোধন

১৯ জুন ২০২৪, বুধবার, সকাল ১১টায় বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে একদিনব্যাপী ‘আমাদের সুজানগর বইমেলা ২০২৪’-এর উদ্‌বোধন করা হয়।

উক্ত বইমেলার উদ্‌বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, কথাসাহিত্যিক এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান; বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এ এস এম আমিনুল ইসলাম এবং উক্ত কলেজের অধ্যক্ষ মো. নুরুল হুদা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমাদের সুজানগর’ সংগঠনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. আলতাব হোসেন; অনুষ্ঠান উদ্‌যাপন উপকমিটির সদস্যবৃন্দ, সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং সুজানগর উপজেলার কবি-সাহিত্যিকগণ।

মোহাম্মদ সেলিমুজ্জামান বলেন, “এ ধরনের বইমেলা নতুন প্রজন্মকে বইমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘আমাদের সুজানগর’ সংগঠনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সংগঠনটি সুজানগরের সাহিত্য ও সংস্কৃতিকে আরও বিস্তৃত করছে।”

এ এস এম আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, “এই বইমেলা স্থানীয় লেখক ও পাঠকদের মধ্যে একটি সেতুবন্ধন রচনা করবে। এ ধরনের আয়োজন আমাদের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সহায়ক হবে।”

অধ্যক্ষ মো. নুরুল হুদা তার বক্তব্যে বলেন, “বইমেলার মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পথে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এ ধরনের উদ্যোগ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে সহায়ক হবে।”

‘আমাদের সুজানগর’ সংগঠনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. আলতাব হোসেন বলেন, “আমাদের উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মকে বইপড়ার প্রতি আগ্রহী করে তোলা এবং সুজানগরের সাহিত্য ও সংস্কৃতিকে সংরক্ষণ করা। আমরা আশাবাদী যে এই বইমেলার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো।”

বইমেলার বিভিন্ন স্টলে স্থানীয় ও জাতীয় প্রকাশনার বিভিন্ন বই প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের ব্যাপক সাড়া ফেলে।

বইমেলা উদ্‌বোধনের পর দর্শনার্থীরা স্টলগুলো পরিদর্শন করেন এবং বিভিন্ন বই সংগ্রহ করেন। এ ধরনের আয়োজন সুজানগরের সাংস্কৃতিক জীবনে নতুন অধ্যায় সূচনা করবে বলে আশা করা যাচ্ছে।

Facebook Comments Box

‘আমাদের সুজানগর’ সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি সুজানগর উপজেলার কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে নিয়মিত ম্যাগাজিন প্রকাশ, বইমেলা ও সৃজনশীল মেধা বিকাশে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আয়োজন করে আসছে। এছাড়া গুণিজনদের জীবন ও কর্ম নিয়ে ধারাবাহিক লাইভ অনুষ্ঠান ‘অন্তরের কথা’ আয়োজন করে থাকে। ‘আমাদের সুজানগর’ সংগঠনের মুখপত্র হলো ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিন, যা সুজানগরের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, গুণিজনদের জীবন সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার করে থাকে। এছাড়া সুজানগর উপজেলার কবি, সাহিত্যিক ও লেখকদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি ও বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রকাশ করে থাকে। ওয়েব অ্যাড্রেস: www.amadersujanagar.com মেইল অ্যাড্রেস: editor.amadersujanagar@gmail.com

error: Content is protected !!